Skip to main content
অনিদ্রার রোগী লিপি
- দুঃস্বপ্নে ভরা তার নিদ্রা।
- ★ ঘুমের মধ্যে লাফিয়ে উঠে।
- ★ বুকে চাপবোধ হয় দীর্ঘকাল স্থায়ী স্বপ্ন দেখে।
- ★ অনিদ্রা আর সেই সঙ্গে অস্থিরতা ও শয্যায় এপাশ ওপাশ করা তার স্বভাব।
- ★ নিদ্রা যেন কিছুতেই চোখে আসেনা, সমস্ত রাত্রি বিছানায় ছটফট বা এপাশ ওপাশ করে।
- ★ রাত্রি ৩টার পর ঘুম ভাঙ্গিয়া যায়, আর ঘুম হয় না।
- ★ স্নায়বিক উত্তেজনার সহিত মনে নানা ভাব উদিত হতে থাকে।
- ★ গুহ্যদ্বারের চুলকানি এবং চুলকানির জন্য ঘুমাতে পারে না।
- ★ শোক বা দুঃখ অন্তরে চাপিয়া রাখিয়া দুঃখ ভোগ করে।
- ★ দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মনের কষ্ট নীরবে সহ্য করে কিন্ত মনের কষ্ট কাহাকেও বলে না।
- ★ কোন প্রেমিক বা প্রেমিকা প্রেমে ব্যর্থ হইয়া অনিদ্রায় ভোগে তবে তাহাকে ইগ্নেশিয়া দিবেন।
- ★ ভয় জনিত অনিদ্রায়ও ইগ্নেশিয়া উপকারী
- ★ ঘুম ঘুম ভাব হয় কিন্ত ঘুমুতে পারে না।
- ★ রাত্রে অনিদ্রা ও ছটফটানিতে তার খুব কষ্ট হয়।
- ★ ঘুমের মধ্যে কাঁদে, চিৎকার করে, অর্ধ মুদ্রিত চক্ষে উদ্বেগ ও ভীতিপূর্ণ স্বপ্ন দেখে।
- ★ উত্তাপে, খোলা বাতাসে এবং রাত্রে বৃদ্ধি
- ★ অস্থির নিদ্রা, সর্বদাই জেগে থাকে, দুর্বলতা ভাব খুব বেশী বিশেষ করে শিশু ও বৃদ্ধদের।
- ★ মানসিক পরিশ্রমে ক্লান্তিবোধ করে, আক্ষেপ প্রবণ ব্যক্তিদের অনিদ্রা, নৈশ, কাশি ইত্যাদি রোগ লক্ষণে ইহার ব্যবহার একান্ত প্রয়োজন।
- ★ শিশু, যুবক, বৃদ্ধ যে কো বয়সের রোগীই হোক অনিদ্রায় ইহা উপকার হইবে।
- ★ রাত্রি ২টা বা ৩টার আগে তার ঘুম ধরবেনা।
- ★ক্রমাগত অনিদ্রা, চোখ দুটো মুদলেই সে নানা রকম মূর্তি দেখে।
- ★ মোটা থল থলে মেদ পূর্ণ রোগী, ঘামে বালিশ ভিজিয়া যায়, ডিম খাইবাট প্রবল ইচ্ছে, রোগী শীত কাতর এই ধরণের রোগীদের ক্যালকেরিয়া কার্ব উপকারী
- ★অতিরিক্ত মানসিক পরিশ্রম করিয়া যাহারা অনিদ্রায় ভোগে।
- ★ অত্যধিক ইন্দ্রিয়সেবা, হস্তমৈথুন এবং মানসিক অবসন্নতার ইতিহাস থাকিলে ইহা অনিদ্রাতে বিশেষ উপযোগিতার সহিত ব্যবহৃত হয়।
Comments
Post a Comment