কালিমা তাইয়িবার মর্ম কথা

কালিমা তাইয়িবার মর্ম কথা

কালিমা তাইয়িবার মর্ম কথা 

সন জিনিসের ই একটি মর্ম থাকে
তেমনি
কালিমা তাইয়িবার ও মর্মার্থ বা মর্ম কথা আছে
সেটি হল
শিরক , কুফরি ও তাগুতি বা আল্লাহ বিরুধি শক্তিকে
প্রথমত
পরিহার করার ঘোষণা দিতে হবে
তারপর আল্লাহর উপর ঈমান
আনতে হবে
ইসলামের বিপরীত চিন্তা
চেতনা ও কর্ম পরিহার না করে
আল্লাহর উপর ঈমানের ঘোষণা দেয়া
বাতুলতা ছাড়া অন্য কিছু নয়
এ কথার প্রতিধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনে উল্লেখ করেছেন
যারা তাগুত বা আল্লাহ বিরুধি শক্তিকে
অস্বীকার করল
এবং
আল্লাহর উপর ঈমান
আনল
সে এমন একটি মজবুত হাত ধরল
যা কখনো ভেঙ্গে যাবার মত নয়
সুরা আল বাকারা--২৫৬

Comments