লেখা পড়ে কি লেখক চিনা যায় ?
লেখক হুমায়ুন আহমেদ মনে করেন না,
লেখকের লেখা থেকে তার প্রকৃত মানসচেতনা বুঝা যেতে পারে, না ,
লেখা লেখিতে জীবন বাদি হয়েও অনেক কবি নিজেরাই আত্মহত্যা করেছেন
এ বিসয়ে হুমায়ুন আহমেদ বলেন
হেমিং অয়ের লেখা পড়ে
আমরা কখনই বুঝতে পারি না
যে, হেমিং অয়ে নিজেকে গুলি করে মেরে
ফেলতে পারেন
তিনি অসম্ভব এক জন জীবনবাদী লেখক
তার লেখা পড়ে যদি বিচার করতে যাই
তাহলে কিন্তু আমরা একটা ধাক্কা খাব
মায়কভস্কি পড়ে কখনই বুঝতে পারব না
মায়কভস্কি একজন আত্মহত্যা করার মত মানুষ
আমরা কাওয়াবতা পড়ে
কখনই বুঝতে পারবনা
কাওয়াবতা হারিকিরি করে নিজেকে মেরে ফেলবেন
এরা সবাই একেকজন জীবনবাদী লেখক
কিন্তু এই সব জীবনবাদী লেখকদের পরিনতি দেখা গেল
ভয়ঙ্কর
তার মানে কি ?
লেখকরা কি সত্যি সত্যি তাদের লেখায় নিজেকে
প্রতিফলিত করেন ? নাকি
তাদের শুদ্ধ কল্পনাকে প্রতিফলিত করেন
Comments
Post a Comment