যে খেলার পর যুদ্ধ শুরু হয়েছিল
যে খেলার পর যুদ্ধ শুরু হয়েছিল |
যে খেলার পর যুদ্ধ শুরু হয়েছিল
জি খেলা নিয়ে যুদ্ধ
না খেলার জন্য যুদ্ধ
কিসের জন্য কি
না কেউ জানে
না কেউ জানতে চায়
বলছিলাম
যে খেলার পর যুদ্ধ শুরু হয়েছিল
টা নিয়ে
এল সালভেদর এবং হন্ডুরাস
এর মাঝে হয়েছিল
৪ দিনের যুদ্ধ
জাতে মারা গিয়েছিল হাজার হাজার মানুষ
মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৯০ মিনিট খেলা শেষে ২-২ গোলে ড্র ছিল। কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল হন্ডুরাস এবং এল সালভেদর-এর মধ্যে তৃতীয় ম্যাচ।
সেই ম্যাচের তিন সপ্তাহের মধ্যে উভয়দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯৬৯ সালে এল সালভেদর-এর জনসংখ্যা ছিল ৩০ লাখ। দেশটি নিয়ন্ত্রণ করতো জমির মালিকরা। কৃষকদের জন্য খুব কম জমি ছিল।
অন্যদিকে এল সালভেদর-এর তুলনায় হন্ডুরাস
এর জনসংখ্যা ছিল অনেক বেশি
জনসংখ্যা ছিল ২৩ লাখ।
১৮ জুলাই আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। কিন্তু এ কয়েকদিনে প্রায় তিন হাজার মানুষ মারা যায়, যাদের মধ্যে বেশিরভাগ হন্ডুরাসের বেসামরিক নাগরিক। অনেকে বাস্তুচ্যুত হয়।
রদ্রিগেজ-এর বয়স এখন ৭৩ বছর। তিনি বলেন,‘জয় নির্ধারণী সে গোলটি নিয়ে আমার গর্ব ছিল সবসময়। একটা বিষয়ে আমি নিশ্চিত যে খেলায় আমাদের বিজয়কে রাজনীতিবিদরা এল সালভেদর-এর ইমেজ বাড়ানোর জন্য কাজে লাগায়।’
কিন্তু উভয় দেশের খেলোয়াড়রা পরস্পরকে শত্রু বলে মনে করতো না। রদ্রিগেজ বলেন, তারা শুধু খেলার মাঠে পরস্পরকে খেলার প্রতিপক্ষ মনে করতেন। সূত্র : বিবিসি।
you may also like this
you may also like this
Comments
Post a Comment