সাধারণ জ্ঞানের যে কোন পরীক্ষার জন্য 2019
যে কোন চাকুরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কয়টি প্রশ্ন ও উত্তর
1. দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায়
অবস্থিত?
- হাড়িয়াভাঙ্গা
.
2. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত
হয়?
- হোসেন শাহ্
.
3. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
- সেন্ট মার্টিন (হাজিপুর)
.
4. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন
কবে হয়?
- o৭ মার্চ,১৯৭৩
.
5. বাংলাদেশের গ্রামের সংখ্যা কত?
- ৮৭,৩৭২ টি
.
6. নিঝুম দ্বীপের আয়তন কত?
- ১৩৫ বর্গমাইল
.
7. হাজংদের অধিবাস কোথায়?
-ময়মনসিংহ ও নেত্রকোনা
.
8. জাতীয় স্মৃতীসৌধের উচ্চতা কত?
- ৪৬.৫ মি.
.
9. অপরাজেয় বাংলা কবে উদ্ধোধন করা হয়?
- ১৬ ডিসেম্ববর,১৯৭৯
.
10. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবি টি কী
ছিল?
- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
.
11. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী
স্থাপিত হয়?
- ১৬১০
.
12. দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের
খনিজ
প্রকল্প কাজ চলছে?
- কয়লা
.
13. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী
মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে?
- ভৈরব
.
14. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের
আধিনায়ক কে ছিলেন?
- গাজী আশরাফ হোসেন লিপু
.
15. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও
'দোয়েল' নাম দুটি কিসের?
- উন্নত জাতের গম শস্য
Comments
Post a Comment