General Knowledge-1


বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় = 1972 সালে।
● বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালন করা হয় = 1973 সালে।
● বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিসরনে শীর্ষ দেশ = চীন।
● ওজোনস্তর কোন রশ্মির শোষনের ফলে তাপের সৃষ্টি হয় = আল্ট্রাভায়োলেট -(বি UV-B)
● 2012 সালে কার্বন কর চালু করেছিল = অস্ট্রেলিয়া।
● ভিয়েনা কনভেশন হলো = ওজোনস্তর সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক।
● ভিয়েনা কনভেনশন গৃহীত হয় = 22 মার্চ 1985 , ভিয়েনা; অস্ট্রেলিয়া , কার্যকর হয় 22 সেপ্টেম্বর 1988 সালে।
● মন্টিল প্রটৌকল হলো = বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারিক স্তরে অবস্থিত ওজোনস্তর কে রক্ষা বিষয়ক প্রকোটল।
● মন্ট্রিল প্রটৌকল গৃহীত হয় = 16 সেপ্টেম্বর 1987 সালে, মন্ট্রিল, কানাডা (কার্যকর হয় 1লা জানুয়ারি 1989)
● ইকোলজি যে ভাষার শব্দ = গ্রিক।
● ইকোলজি সর্বপ্রথম ব্যবহার করেন = জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল।
● পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি থাকতে হয় = শতকরা 25 ভাগ।
● বিশ্ব জলবায়ু কনফারেন্স আয়োজক হলেন = বিশ্ব আবহাওয়া সংস্থা [WMO]
● জাতিসংঘের পরিবেশ কর্মসূচি গঠিত হয় = 1972 সালে।
● জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তসরকারি প্যানেল গঠন করা হয় = 1988 সালে।
● জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় = 5-16 জুন 1972 সালে। [স্টকহোম, সুইডেন]
● ধরিত্রী বা রিও সম্মেলন অনুষ্ঠিত হয় = 3-14 জুন 1992 সালে [ রিও ডি জেনেরিও, ব্রাজিল]
● বাংলাদেশে পরিবেশ বিষয়ক সংগঠন হলো = বাপা।
● BAPA এর পূর্ণরূপ = Bangladesh Poribesh Andolon.
● বাপা প্রতিষ্ঠিত হয় = 2000 সালে।
● POBA এর পূর্ণরূপ = Poribesh Bacho Andolon.
● বাংলাদেশের পরিবেশ দূষণ রোধবিষয়ক সংস্থা BEMF এর পূর্ণরূপ = Bangladesh Environmental Management Force.
● বাংলাদেশের পরিবেশ আদালত = তিনটি [ঢাকা, চট্টগ্রাম, সিলেট]
● পরিবেশে সংক্রান্ত একমাত্র আপিল আদালত = ঢাকায়।
● বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় = 1992 সালে।
● বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন হয় = 1995 সালে।
● পরিবেশ সংরক্ষণ নিরাপত্তা বিধিমালা করা হয় = 1997 সালে।
● জীববৈচিত্র সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরিত হয় = 5জুন 1992 সালে [ কার্যকর হয় 29 ডিসেম্বর 1993 সালে]
● কিয়োটো প্রটৌকল হল = ভূমন্ডলে তাপবৃদ্ধি ও আবহাওয়ামন্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটৌকল।
● কিয়োটা প্রটৌকল গৃহীত হয় = 11 ডিসেম্বর 1997 সালে। কিয়োটা, জাপান [ কার্যকর হয় 16 ফেব্রুয়ারি 2003]
● কার্টাগেনা প্রটৌকল হলো = জীব প্রযুক্তির ব্যবহার দ্বারা পরিমার্জিত প্রাণের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত প্রটৌকল।
● কার্টাগেনা প্রটৌকল গৃহীত হয় = 29 জানুয়ারি, 2000, মন্ট্রিল; কানাডা [ কার্যকর হয় 11 সেপ্টেম্বর 2003]
● গ্রিনপিস হলো = আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন [ সদরদপ্তর আমস্টারডাম - নেদারল্যান্ড]
● WWF এর পূর্ণরূপ = World Wide Fund For Nature.
● IUCN = International Union For The Conservation Of Nature.
● IUCN হলো = জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা। [ সদরদপ্তর - গ্রান্ড, সুইজারল্যান্ড

Comments