শোলার ভেলায় জীবিকা
ছোট্ট একটি শোলার ভেলায় জীবিকা আট বছরের মুমিনের। কালো পানির বুড়িগঙ্গা নদীতে আবর্জনা হিসেবে ভাসতে থাকা বোতল কুড়ানো রোজ দিনকার কাজ তার। দিনে রোজগার হয় এক’শ থেকে দেড়’শ টাকা। ছোট্ট শরীরের আয়ে সহযোগিতা হয় সংসারেও। অভাবের তাড়নায় একবছর বয়সে মুমিনকে ফেলে রেখে যায় তার মা। এখন অসুস্থ বাবার একমাত্র সম্বল সে। তার আয়ে চলে বাবার চিকিৎসাও।
সদরঘাট এলাকা থেকে ছবিটি তুলেছেন মোহাম্মদ ওমর ফারুক
ফ্রম মানব জমিন
Comments
Post a Comment