রিলেটিভিটির গল্প

রিলেটিভিটি গল্প

ধরা যাক , আমি আর আমার এক জমজ ভাই। আমাদের ২জনের বয়স ১৮। হটাত আমাদের মাথায় ভুত চাপল আমরা স্পেস সিপে করে মহা বিশ্বে যাব। আর সেটা মাত্র ৩ বছরের জন্য
আর সেই জন্য একটা স্পেস সিপ  বানায়ে ফেললাম আমি আমার ভায়ের কাছ থেকে বিদায় নিলাম । যখন বিদায় নিলআম ২জনের বয়স ১৮। যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আছি  স্পেস সিপে আর আমার গতি ভাইয়ের তুলনায় আনেক বেশি। থিওরি মতে সময় কম দ্রুত চলে। তাহলে আমার সময় চলবে আসতে। আবার কম গতিসিল বস্তুতে সময় চলবে দ্রুত।
সেই হিসাব মতে
আমি  কাটায় কাটায়  ৩ বছর পরে ৩ শত আলক বর্ষ ভ্রমন করে পৃথিবীতে এলাম।
পৃথিবীতে এসে  যখন আমি আমার ভাইয়ের সামনে যাব , তখন তার বয়স কত হবে ?
আলোর কাছা কাছি গতির স্পেস সিপ নিয়ে আমি ৩ বছর মহা শূন্যে কাটিয়ে এসেছি , সে ৩ বছরে পৃথিবীতে পার হয়ে যাবে ৫০ বছর। কেন এমন টা হল? কিভাবে ?
মাত্রায় আর গতিতে আমার আর আমার ভাইয়ের সময়ের মাঝে একটা তারতম্য ঘটে গেছে।
আমি দ্রুত গতির স্পেস সিপে থাকার কারনে আমার সময় চলেছিল আসতে আর আমার ভাইয়ের চলেছিল দ্রুত।
আমার জমজ ভাই , যাবার সময় আমার মতই বয়স ছিল ১৮ এখন হয়ে যাবে ৬৮ বছরের এক বৃদ্ধ
আমার সেখানে হবে মাত্র ২১, কি অবাক কাণ্ড?
এটা একটা রুপ কথার গল্প মনে হলেও কার্ল সেগান এটাকে টুইন প্যারাডক্স বা জমজ বিভ্রান্তি হিসাবে দেখছেন।
পাঠক এটি আমার লেখা নয় এটি আমার সাম্প্রতিক প্রিয় লেখক  আরিফ আজাদের প্যারাডক্সইক্যাল সাজিদ বই থেকে নেওয়া
যদি ভাল লাগে বই টি সংগ্রহ করে পরে নিবে ভাল লাগবে গ্যারান্টি
চাইলে আরও কিছু সামনে এখানে উল্লেখ করে দিতে পারি সেই জন্য কমেন্ট করুন
ধন্যবাদ

Comments