গরু মেরে জুতা দান


সন্মানিত  পাঠক আপনি যদি
প্রথম আলো পড়েন 
তবে নিশ্চয় খেয়াল করে থাকবেন 
ঐ পত্রিকার কমেন্ট এ নিয়মিত একাদশে অংশগ্রহণকারীদের মাঝে নিয়মিত প্লেয়ার হচ্ছেন
আন্দালিব নামে এই ব্যাক্তি  , আজকের বানী দেখেনগরু মেরে জুতা দান করে লাভ আছে? ঐ ৪০ ভারতীয় সেনার পরিবারগুলো কি তাদের প্রিয়জন ফিরে পাবে? এই জঙ্গিদের পেলেপুষে তাগড়া করেছে যে পাকিসেনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হিম্মত ইমরানের কোনদিনই হবেনা- কেননা তাকে ক্ষমতায় বসিয়েছেই সেই বর্বর সেনাবাহিনী।অহন আমার কথা হইল , ৭১ এ আমরা যখন পাকিদের মারছিলাম তখন আমরা ছিলাম স্বাধীনতা কামি , তাইলে আজ কাস্মিরিরিরা কি ? ওরা কি স্বাধীনতা কামি না ?তারা যখন মারে ওরা কেম্নে জঙ্গি হয়য় ?স্বাধীনতা কি শুধু আমাদের ই জন্মগত অধিকার ?স্বাধীনতা কি কাস্মিরিরিদের কোন ই অধিকার নাই ?এতই প্রেম ?তাইলে কি এটাই ঠিক যে বড়লোকে করলে পিরিতআর গরিবে করলে বদমাইশি ?কি বলেন ?

Comments