ধর্ম ও কর্ম --দারসুল হাদিস
ধর্ম ও কর্ম --দারসুল হাদিস
পৃথিবীর প্রায় বেশির ভাগ মানুষ ই যে কোন ভাবেই ধর্মে বিশ্বাসী , কম বেশি যাই হোক না ক্যান , ধর্মে ধর্মে যতই বিভেদ থাকুক না কেন ? সব ধর্মের মূল এক আল্লাহ এক তার রাসুল সত্য , হয়ত কালের পরিক্রমায় অনেক কিছুই বদলে গেছে বা অনেক কিছুই নতুন আসার ফলে পুরাতন বদলে গিয়ে আপ ডেট হয়ে গিয়েছে, টা আমাদের মেনে নিতেই হবে,এ সব কথা মাথায় নিয়ে এখন পর্যন্ত সত্যের মান দণ্ডে ইসলাম পুরা পুরি সত্য বলেই প্রমানিত।আর সব ধর্মের মতো এখানেও মূল জিনিস হচ্ছে আল্লাহ তার রাসুল আর এখন পর্যন্ত তা অবিক্রিত অবস্থাই আছে , আর এটাই মানব জাতির জন্য এক মাত্র ভরসা স্থল,আর এটা যে কোন আবেগ প্রসুত বাক্য বানের সমষ্টি না তা যে কোন বিবেক বান বুদ্ধি মান মানুষ ই তার সাক্ষি দিতে বাধ্য, আজকে আমারা এখানে আল্লাহর সর্ব শেষ মেসেঞ্জারের একটি বানী উল্লেখ করব যার মাদ্ধমে ইসলামের বানী বুঝে মেনে কাজ করতে পারলে তবে আশা করা যায়, আল্লাহার সন্তুষ্টি পাওয়া সম্ভব
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত , তিনি বলেন , রাসুল(স) বলেছেন , বিধবা আর মিসকিন দের কল্যাণে কর্মরত ব্যাক্তি আল্লাহর রাস্তায় জিহাদ কারি ব্যাক্তির ন্যায় অথবা ঐ ব্যাক্তির ন্যায় , যিনি রাত্রি জেগে ইবাদত করে এবং রোজা রাখে । বুখারি শরিফ- কিতাবুন নাফাকাত আলাল আহল, হাদিস নং-৫৩৫৩
এই হাদিস দ্বারা বুঝা যায় , সমাজ সেবা একটি উত্তম ইবাদত এবং সমাজ কর্মীর মর্যাদা ও অনেক।
রাসুল(স) বলেছেন , তোমার ভাইয়ের সামনে হাসি মুখে কথা বলা সাদাকা, তোমার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা সাদাকা, পথ হারা লোকদের পথ দেখিএ দেওয়া সাদাকা, দৃষ্টিহীন ব্যাক্তিকে পথ দেখিএ দেওয়া সাদাকা, রাস্তা হতে কাটা, পাথর সরিয়ে দেওয়া তোমার জন্য সাদাকা এবং তোমার ভাইকে তোমার বালতি হতে পানি তুলে দেওয়া তোমার জন্য সাদাকা।
--তিরমিজি শরিফ, হাদিস নং--১৯৫৬
তিনি আরও বলেছেন , যে ব্যাক্তি উত্তম রুপে অজু করে সওয়াবের আশায় তার কোন অসুস্থ ভাইএর পরিচর্যা করে , সে ব্যাক্তিকে জাহান্নাম থেকে সত্তর খারিফ রাস্তা পরিমান দূরে রাখা হবে, আমি বললাম খারিফ কি ? তিনি বললেন বছর, হাদিস টি বর্ণনা করছেন আনাস ইবনে মালিক (রা)
--আবু দাউদ সরিফ-হাদিস নং-৩০৯৭ ,
Alhamdulillah
ReplyDelete