সাধারণ কাশি হতে পারে জটিল কোনো রোগের লক্ষণ

.

 সাধারণ কাশি হতে পারে জটিল কোনো রোগের লক্ষণ


 সাধারণ কাশি হতে পারে জটিল কোনো রোগের লক্ষণ


 সাধারণ কাশি হতে পারে জটিল কোনো রোগের লক্ষণ


সাধারণত কুসুম গরম পানিতে গড়গড়া, মধু বা আদা চা পানের মতো ঘরোয়া চিকিৎসা এবং অ্যান্টি-হিস্টামিন সেবনে বেশির ভাগ কাশির উপশম হয়। ক্ষেত্রবিশেষে হয়তো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ লাগতে পারে। বছরজুড়ে কাশি, গলা ব্যথার মতো অস্বস্তির বেশির ভাগই অ্যালার্জি বা ভাইরাসজনিত। কিন্তু কখনো কখনো এই সাধারণ কাশি হতে পারে জটিল কোনো রোগের লক্ষণ। তাই জেনে রাখতে হবে, যেকোনো ধরনের কাশি এবং শারীরিক উপসর্গকে অবহেলা করা উচিত নয়।
*দীর্ঘদিনের কাশি অর্থাৎ তিন সপ্তাহের অধিক সময় ধরে কাশি থাকলে।
*কাশির সঙ্গে ঘন হলদে, হলদে-সবুজ বা কালো দুর্গন্ধযুক্ত কফ বের হলে।
*কাশি বা কফের সঙ্গে রক্ত গেলে।
*দীর্ঘস্থায়ী কাশির সঙ্গে জ্বর থাকলে।
*কাশির সঙ্গে শ্বাসকষ্ট হলে অথবা শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হলে।
*কাশির সঙ্গে বুক ব্যথা অথবা বুক ধড়ফড় করলে।
*শরীরের ওজন কমে পেলে।
সাধারণ কাশির বদলে এসব সমস্যা দেখা দিলে অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যক্ষ্মা, ক্যানসার, হৃদ্রোগ ও অন্যান্য কিছু জটিল রোগে এ ধরনের কাশি হতে পারে। সময়মতো সঠিক রোগনির্ণয় ও চিকিৎসকের পরামর্শে যথাযথভাবে ওষুধ সেবন করলে যেকোনো মারাত্মক সমস্যা থেকে দূরে থাকা যাবে।

যেসব ঔষধে  পেলারগোনিয়াম, গুয়াইফেনেসিন বা ডিক্সট্রোমেথরফ্যান আছে  সেটা বেশ উপকারী হতে পারে।

অ্যান্টিবায়োটিক কেন নয়?


বেশির ভাগ কাশি ভাইরাসের কারনে হয়য় আর এর জন্য কোন এন টি বাইও টিক কাজ করে না 
তাই এর বেবহার উলটা ক্ষতির কারন হয়ে দাঁড়ায়
তাই অদরকারে এর ব্যাবহার এক সময় শরীর প্রতিরুধি হয়ে সমস্যা তৈরি করতে পারে
মানে যদি অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করতে ব্যর্থ হয়, তাহলে রোগের চিকিৎসা করা আরও জটিল হয়ে যায়।

ডা. এ হাসনাত শাহীন
ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, বিআইএইচএস জেনারেল হাসপাতাল

Comments