জানেন কি?

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়১. মুক্তিবাহিনী গঠন করা হয় কবে?
২. বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানের বর্তমান পদবি কী?
৩. বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের বর্তমান পদবি কী?
৪. অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী ও পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কে কে?
৫. কোন মশার কামড়ে জিকা ভাইরাস ছড়ায়?
৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বর্তমান মহাপরিচালক কে?
৭. যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন গোষ্ঠী হেরিটেজ ফাউন্ডেশন ও মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কত?
৮. তাইওয়ানের নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট কে?
৯. বাংলাদেশ পুলিশ বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেওয়া নারী কর্মকর্তার নাম কী?
১০. আন্তর্জাতিক ক্রিকেটে (তিন সংস্করণ মিলিয়ে) বাংলাদেশি কোন বোলার ৪০০ উইকেট পেয়েছেন?
১১. Surrender At Dacca: Birth of a Nation বইয়ের লেখক কে?
১২. ১৯৭১ উপন্যাসটি কার সর্বশেষ উপন্যাস?
১৩. গত ১০০ বছরে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোনটি?
১৪. ইসরায়েলের ইহুদি তরুণী ও ফিলিস্তিন মুসলিম তরুণের প্রেমকাহিনি নিয়ে লেখা দোরিত রাবিনিয়ানের উপন্যাসের নাম কী?
১৫. Wikipedia-র যাত্রা শুরু হয় কবে থেকে?
১৬. আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
১৭. বাংলাদেশে ‘তথ্য অধিকার আইন’ পাস হয় কবে?
১৮. A Passage To India বইয়ের লেখক কে?
১৯. বিহিত মুদ্রা কী?
২০. সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
২১. বায়ান্ন গলির এক গলি বইয়ের রচয়িতা কে?
২২. VDU-এর পূর্ণ রূপ কী?
২৩. Back Up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
২৪. বাংলাদেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
২৫. ‘পেনাল কোড’ কী?
উত্তর
১. ১৯৭১ সালের ১১ জুলাই।
২. এয়ার চিফ মার্শাল।
৩. অ্যাডমিরাল (প্রথম অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব)।
৪. পুরুষ-নোভাক জোকোভিচ (ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ষষ্ঠবার জয়ী) এবং নারী-অ্যাঞ্জেলিক কারবার।
৫. এডিস মশা।
৬. মার্গারেট চ্যান।
৭. ১৭৮ দেশের মধ্যে বাংলাদেশ ১৩৭।
৮. দ্য ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) নেত্রী সাই ইং ওয়েন।
৯. চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।
১০. সাকিব আল হাসান, ৪৬ তম বোলার।
১১. ভারতের লেফটেন্যান্ট জেনারেল (অব.) জে এফ আর জ্যাকব।
১২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
১৩. ২০১৫ সাল।
১৪. Border Life।
১৫. ২০০১ সালের ১৫ জানুয়ারি।
১৬. ১৯৭৬ সালে প্রকাশিত অন্য ঘরে অন্য স্বর।
১৭. ২৯ মার্চ ২০০৯।
১৮. E. M Forster।
১৯. কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা।
২০. ৯ বর্গকিলোমিটার।
২১. রাবেয়া খাতুন।
২২. Visual Display Unit।
২৩. নির্ধারিত ফাইল কপি করা।
২৪. ৮৯টি।
২৫. পেনাল কোড হচ্ছে ফৌজদারি মামলার দণ্ডবিধি।
গ্রন্থনা: রাশেদুল আলম রাসেল

Comments