উচিত কথার ভাত নেই
উচিত কথার ভাত নেই
রাসুল (স) বলেছেন , মুমিন মুমিনেরহএ যায় দল বিরধি ষড়যন্ত্রের আখড়া ।
ছামছামি করলেই হয়ে যায় সাধু
যত চামচামি , তত উন্নতি
আল্লাহ বলেছেন , ধংসের জন্য , বিপর্যয়য়ের জন্য
দায়ী হল , যারা যে কাজের যোগ্য নয় , সে সেই
কাজের জন্য নির্বাচিত হওয়া ।
আর এটা শুধু যে নাস্তিক মুরতাদ , আর সেকুলারদের
জন্য তা টা,
এখন দেখছি ধর্মীয় মানে আল্লাহ রাসুল পরকাল নিয়ে চর্চা করে
তাদের মধ্যেও এটা ঢুকে পরেছে
মানে সর্ষের মধ্যে ভুত
হজরত ওমর রা, বলেছিলেন , আমার মধ্যে যদি খারাপ দেখতে পাও, তবে তোমরা
কি করবে ?
এক লোক দাড়িয়ে তার তরবারি বের করে জবাব দিয়েছিলেন ,
এই তরবারি দিয়ে একেবারে সোজা করে দিব,
জবাবে হজরত ওমর রা, আল্লাহর শোকর আদায় করে বলেছিলেন,
এই ওমর ইচ্ছে করলেও আর খারাপ কাজ করতে পারবেনা ,
আর আজকে মুসলমনদের কি অবস্থা ?
দালালি আর চামচামি আজ সর্বত্র
পৃথিবী আজ দালাল আর চামচা দের সর্গ রাজ্য
জি হুজুর, জি হুজুর আর জি হুতা্
আল্লাহ বলেছেন , জলেস্থলে আজ যে বিপর্যয়
এটা শুধু তোমাদের নিজেদের কর্ম ফল
Comments
Post a Comment