মোবাইলে দিনে ৫০০ টাকার বেশি রিচার্জ নয়

মোবাইল ফোনে প্রি-পেইড গ্রাহকদের দিনে সর্বোচ্চ ৫০০ টাকার রিচার্জ সীমা বেঁধে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার বিটিআরসি এ সংক্রান্ত একটি চিঠি মোবাইল অপারেটরদের কাছে পাঠিয়েছে। বিটিআরসি পরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, একজন প্রি-পেইড গ্রাহক সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ব্যালেন্স রাখতে পারবেন। একই সঙ্গে প্রি-পেইড গ্রাহকরা দিনে ৫০০ টাকা সর্বোচ্চ রিচার্জ করতে পারবেন। এছাড়া, প্রি-পেইড গ্রাহকরা মাসে এক হাজার টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং দিনে ৩০০ টাকার বেশি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। তবে পোস্ট পেইড গ্রাহকদের বিষয়ে কোনো সীমা বেঁধে দেয়নি বিটিআরসি। চিঠিতে জোর দিয়ে বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তবে ২০০৮ সালের নির্দেশনা সংশোধন করে রিচার্জের সীমা বেঁধে দেয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি চিঠিতে। ইন্টারনেট ডাটা রিচার্জের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কি-না তাও চিঠিতে উল্লেখ নেই। বর্তমানে বেশির ভাগ গ্রাহকরাই (প্রি-পেইড) একসঙ্গে অনেক টাকার ডাটা (ইন্টারনেট) প্যাকেজ কিনে থাকেন বলে জানিয়েছেন অপারেটররা। উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে  এ সংক্রান্ত নির্দেশনায় একবারে সর্বোচ্চ এক হাজার টাকা রিচার্জ করার নিয়ম ছিল, তবে তা প্রতিদিন নির্ধারিত ছিল না। প্রতি মাসে ব্যালেন্স ট্রান্সফারের সীমা এক হাজার টাকা আগেও ছিল, তবে প্রতিদিন ব্যালেন্স ট্রান্সফার ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হয়েছে। প্রি-পেইড গ্রাহক সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ব্যালেন্স রাখার বিষয়টিও অপরিবর্তিত রয়েছে। অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির গণমাধ্যমকে জানান, এ সিদ্ধান্তের ফলে গ্রাহকরা সমস্যায় পড়বে। মোবাইল গ্রাহকদের দিনে ৫০০ টাকা রিচার্জ খুবই কম পরিমাণ ধরতে হবে। এখানে অনেক ডাটা প্যাকেজ রয়েছে এর চেয়ে বেশি মূল্যের। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট গ্রাহকদের মধ্যে ৯৭% মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এর ফলে তৃণমূল পর্যায়ের গ্রাহকরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তারা অনেকাংশেই ডিজিটাল সার্ভিস থেকে বঞ্চিত হতে পারেন। তিনি আশা প্রকাশ করে বলেন, সামগ্রিক বিষয়গুলো মোবাইল অপারেটরদের নিয়ে আলোচনা করে বিটিআরসি একটি যুক্তিসংগত ব্যালেন্স সীমা বেঁধে দেবেন। বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে জানান, সর্বোচ্চ ৫০০ টাকা প্রতিদিন রিচার্জের এই নির্দেশনা অপারেটরের হাতে পৌঁছানোর পর কার্যকর হবে। বর্তমানে গ্রাহকরা বড় মাপের ডাটা নিচ্ছে যা ৫০০ টাকার বেশি মূল্যের এসব ক্ষেত্রে কি হবে- জানতে চাইলে বিটিআরসি প্রধান বলেন, এ বিষয়ে এখনও আলোচনা হয়নি। এখন জেনারেল পাবলিক ৫০০ টাকা করে যদি রিচার্জ করে প্রতিদিন, অবৈধ ভিওআইপি করার যে সম্ভাবনা থাকে, যেমন ১০ হাজার টাকা আপ করে বাকিটা অন্য কাজে ব্যবহার হয়, ওইটা আর হবে না। এটি একটি টেস্ট কেস। অবৈধ ভিওআইপি বন্ধে এই উদ্যোগ কিনা- এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এটি বলা যেতে পারে। এ বিষয়ে অপারেটরদের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নেই জানিয়ে শাহজাহান মাহমুদ বলেন, এ নির্দেশনা পরীক্ষামূলকভাবে চলবে। নভেম্বরের শেষ নাগাদ দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে। বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মোবাইল গ্রাহকের মধ্যে ৯৮ শতাংশের বেশি প্রি-পেইড গ্রাহক। বিটিআরসি’র হিসাবে গত নভেম্বরের শেষ নাগাদ দেশে সব ধরনের (মোবাইল, ওয়াইম্যাক্স, ফিক্সড ব্রডব্যান্ড) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল পাঁচ কোটি ৩৯ লাখ ৪১ হাজার। অন্যদিকে নভেম্বরে মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়ায় ৫  কোটি ১৪ লাখ ৬৮ হাজারে।

Comments