Skip to main content
এখন তাহলে কটা বাজে?
তুরস্ক জুড়ে এখন নতুন বিতর্ক। সময় নিয়ে দেখা দিয়েছে চরম বিভ্রান্তি। সবার মনে এখন একটাই প্রশ্ন। তা হলো, এখন ঠিক কটা বাজে? এমন বিভ্রান্তির মূলে রয়েছে তুরস্ক সরকারের একটি সিদ্ধান্ত। দেশটির সরকার গ্রীষ্মকালীন বা ডে-লাইট সেভিং টাইমকে আরও কিছুদিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। অক্টোবরের শেষ রোববার মধ্যরাতের কিছুক্ষণ পর পুরো ইউরোপে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়। কিন্তু তুরস্ক সরকার শেষ মুহুর্তে স্থির করেছে, এই প্রক্রিয়াটি করা হবে আসন্ন নির্বাচনের পর। ভোটাররা যেন দিনের আলোর সুবিধাটা ১লা নভেম্বর ভোটের দিনে বেশি সময়ের জন্য নিতে পারেন সে জন্যই সরকারের এমন সিদ্ধান্ত। ভোট শেষ হওয়ার পরের রোববার, ৮ই নভেম্বর মধ্যরাতের পর সময় পেছোনোর প্রক্রিয়া কার্যকর করা হবে বলে জানানো হয়। কিন্তু তুরস্কজুড়ে বহু ঘড়িতেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয় নি। তারা নিয়ম মোতাবেক পূর্ব নির্ধারিত সময়েই ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে দিয়েছে। ফলে সময় নিয়ে শুরু হয়েছে বিভ্রাট। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরগরম। ঠাট্টা করে অনেকে লিখছেন, ইইটিতে নয় বরং ইউএসটিতে চলছে। অর্থাৎ, এর্দোগান ইঞ্জিনিয়ার্ড স্ট্যান্ডার্ড টাইম। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে ব্যঙ্গ করে এ সময়কে অনেকে এর্দোগান টাইম বলেও ডাকছেন। আর ‘এখন কটা বাজে’ এই হ্যাশট্যাগে তুরস্কের টুইটার ব্যবহারকারীরা টুইট করছেন।
Comments
Post a Comment