গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই

৭০ বছর বয়সে বিয়ে করলেন বিয়ে করেছেন ওলারাম হরিয়ানি৭০ বছর বয়সে বিয়ে করলেন বিয়ে করেছেন ওলারাম হরিয়ানিআবার খবরের শিরোনাম হলেন ভারতীয় বংশোদ্ভূত গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। এবার অবশ্য নিজের জন্য নয়, তিনি খবরে এসেছেন শ্বশুরের বিয়ের জন্য। এর আগে গুগলের প্রধান নির্বাহী হিসেবে পদোন্নতি পেয়ে খবরের শিরোনাম হন পিচাই। 
সুন্দর পিচাইয়ের শ্বশুর ওলারাম হরিয়ানি ৭০ বছর বয়েসে দ্বিতীয়বারের মতো বিয়ে করছেন। ওলারামের নতুন বউয়ের বয়স ৬৫, নাম মাধুরী শর্মা। মাধুরী শর্মারও আগে আরেকবার বিয়ে হয়েছিল।
গত ২৯ সেপ্টেম্বর পারিবারিক রীতি মেনে কোটার সরকারি পলিটেকনিক কলেজের অবসরপ্রাপ্ত কর্মী ওলারাম মুম্বাইতে বিয়ে সেরেছেন। ওলারামের দুই সন্তান। এক ছেলে ও মেয়ে, যাঁরা প্রবাসী। ওলারামের মেয়ে অঞ্জলিই হলেন সুন্দর পিচাইয়ের স্ত্রী। সূত্র: জিনিউজ

Comments