Posted by
shahin
নোটিশ
অনলাইন পোশাকের দোকানগুলো মিলে এক মেলার আয়োজন করা হয়েছে ঢাকায়। ৪ ও ৫ সেপ্টেম্বর হোটেল আমারি ঢাকায় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এটি। ওপাল ফ্যাশন ওয়্যার, তহুর, অরেঞ্জ থিওরি ইত্যাদি প্রতিষ্ঠান এতে অংশ নেবে। ‘অ্যাল্যুর ঈদ ফেস্ট’ নামে এ মেলার আয়োজন করেছে শপফ্রন্ট।
বিয়ের ছবি তোলা ও ভিডিও চিত্র ধারণে ছাড় দিচ্ছে ওয়েডিং ডায়েরি। এ ছাড়া তিনটি প্যাকেজ একসঙ্গে বুকিং দিলে বিনা মূল্যে বাইরে ছবি তুলে দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ থাকবে। ফোন: ০১৯৭৫৫৫৬৬৩৩।
সৌন্দর্যচর্চার আয়োজনঅরানতুন দুই ধরনের ফেসিয়াল সুবিধা চালু করেছে অরা বিউটি লাউঞ্জ। এগুলো হলো গ্লো অ্যান্ড শাইনিং ফেসিয়াল এবং ব্রাইডাল ফেসিয়াল। এগুলো ছাড়া এখানে ত্বক ও চুলের যত্নে নানা সুবিধা, চুল কাটা, রিবন্ডিং, মেকআপ ইত্যাদির ব্যবস্থা আছে। ঢাকার গোল্ড প্যালেস ৩, নিউ বেইলি রোডে প্রতিষ্ঠানটির অবস্থান।
বাড়ি-১৩ /এ, সড়ক-১০৮-এ প্রতিষ্ঠানটির ঠিকানা।
মিলনমেলাঅনলাইনে সৌন্দর্য নিয়ে লেখেন বা নানা প্রসাধনী ও পোশাকের ব্যবসা করেন এমন নারীদের নিয়ে করা হয়েছে ফেসবুক গ্রুপ পপ অব কালার। সাত হাজারের বেশি সদস্য রয়েছেন এই গ্রুপে। সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁয় হয়ে গেল তাঁদের মিলনমেলা। এদিন এসেছিলেন অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। গ্রুপের সদস্যদের সঙ্গে তাঁরা সময় কাটান। শুভ গানও গেয়ে শোনান। এই গ্রুপটির প্রতিষ্ঠাতা জান্নাতুল মাওয়া জানান, গ্রুপের সদস্যরা নিজেদের ‘পশিয়ান’ বলেন। বিভিন্ন অনলাইন দোকানে তাঁরা মূল্যছাড় পান, একে অপরকে সৌন্দর্য ও অন্যান্য নানা বিষয়ে পরামর্শ দিয়েও সাহায্য করেন।
ঢংসিল্ক, কাতান, তসর, বেনারসি প্রভৃতি শাড়ি এনেছে অনলাইন দোকান ঢং। এ ছাড়া জমকালো গয়নাও পাবেন। ফেসবুক:
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment