নোটিশ

..মেলা
অনলাইন পোশাকের দোকানগুলো মিলে এক মেলার আয়োজন করা হয়েছে ঢাকায়। ৪ ও ৫ সেপ্টেম্বর হোটেল আমারি ঢাকায় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এটি। ওপাল ফ্যাশন ওয়্যার, তহুর, অরেঞ্জ থিওরি ইত্যাদি প্রতিষ্ঠান এতে অংশ নেবে। ‘অ্যাল্যুর ঈদ ফেস্ট’ নামে এ মেলার আয়োজন করেছে শপফ্রন্ট।
ডিভাইনবিয়ের ছবি
বিয়ের ছবি তোলা ও ভিডিও চিত্র ধারণে ছাড় দিচ্ছে ওয়েডিং ডায়েরি। এ ছাড়া তিনটি প্যাকেজ একসঙ্গে বুকিং দিলে বিনা মূল্যে বাইরে ছবি তুলে দেওয়া হবে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ থাকবে। ফোন: ০১৯৭৫৫৫৬৬৩৩।
সৌন্দর্যচর্চার আয়োজনঅরানতুন দুই ধরনের ফেসিয়াল সুবিধা চালু করেছে অরা বিউটি লাউঞ্জ। এগুলো হলো গ্লো অ্যান্ড শাইনিং ফেসিয়াল এবং ব্রাইডাল ফেসিয়াল। এগুলো ছাড়া এখানে ত্বক ও চুলের যত্নে নানা সুবিধা, চুল কাটা, রিবন্ডিং, মেকআপ ইত্যাদির ব্যবস্থা আছে। ঢাকার গোল্ড প্যালেস ৩, নিউ বেইলি রোডে প্রতিষ্ঠানটির অবস্থান।
গুলশান শাড়ি মিউজিয়ামডিভাইনডিভাইন বিউটি লাউঞ্জ দিচ্ছে চুল বাড়ানোর বিশেষ ভেষজ চিকিৎসা। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর প্রভাব হওয়ার শঙ্কা নেই বলেও জানিয়েছেন তাঁরা। প্রতি দুই মাসে ১০ বার এখানে সৌন্দর্যচর্চা করালে একবার বিনা মূল্যে পছন্দের যেকোনো সেবা নিতে পারবেন। এখানে ফেসিয়াল, চুল কাটা, চুলের যত্ন, মেকআপ, কনের সাজ প্রভৃতি করানো হয়। ঢাকার গুলশান ২ নম্বরের
বাড়ি-১৩ /এ, সড়ক-১০৮-এ প্রতিষ্ঠানটির ঠিকানা।

মিলনমেলাঅনলাইনে সৌন্দর্য নিয়ে লেখেন বা নানা প্রসাধনী ও পোশাকের ব্যবসা করেন এমন নারীদের নিয়ে করা হয়েছে ফেসবুক গ্রুপ পপ অব কালার। সাত হাজারের বেশি সদস্য রয়েছেন এই গ্রুপে। সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁয় হয়ে গেল তাঁদের মিলনমেলা। এদিন এসেছিলেন অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। গ্রুপের সদস্যদের সঙ্গে তাঁরা সময় কাটান। শুভ গানও গেয়ে শোনান। এই গ্রুপটির প্রতিষ্ঠাতা জান্নাতুল মাওয়া জানান, গ্রুপের সদস্যরা নিজেদের ‘পশিয়ান’ বলেন। বিভিন্ন অনলাইন দোকানে তাঁরা মূল্যছাড় পান, একে অপরকে সৌন্দর্য ও অন্যান্য নানা বিষয়ে পরামর্শ দিয়েও সাহায্য করেন।
পপ অব কালারফুলেল নকশার পোশাকবিভিন্ন রকম পার্টিতে পরার জন্য নতুন নকশার পোশাক এনেছে আইকনিক ফ্যাশন গ্যারেজ। নকশায় ফুলেল মোটিফের প্রাধান্য দেওয়া হয়েছে। ম্যাক্সি ড্রেস, জাম্পস্যুট, কোটি, কোরতা ইত্যাদি এনেছে তারা। ঢাকার বনানী, ধানমন্ডি, উত্তরা ও যমুনা ফিউচার পার্কে প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র আছে।
ফ্যাশন শোফ্যাশন শোকেনাকাটা করতে এসে দর্শকেরা বাড়তি চমক হিসেবে পেলেন ফ্যাশন শো ও গান। ২৮ আগস্ট অ্যাম্বার লাইফস্টাইলের আয়োজনে প্রতিষ্ঠানটির ঢাকার যমুনা ফিউচার পার্ক শপিংমলে হয়ে গেল এ আয়োজন। এতে গান পরিবেশন করেন মাকসুদ ও ঢাকা। উদ্যোক্তারা জানান, ক্রেতাদের জন্য কেনাকাটার পরিবেশ আরও আনন্দময় করে তোলার জন্যই ছিল এ আয়োজন।
ঢংরকমারি শাড়িগুলশান শাড়ি মিউজিয়ামঈদ, পূজা ও নানা জমকালো উপলক্ষে পরার জন্য নানা ধরনের শাড়ি এনেছে গুলশান শাড়ি মিউজিয়াম। কাতান, সিল্ক, জর্জেট, খাদি, কোটা, তসর শাড়ির সমাহারের সঙ্গে জমকালো লেহেঙ্গাও পাবেন এখানে। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পিংক সিটি শপিং মল ও মিরপুর বেনারসি পল্লিতে প্রতিষ্ঠানটির বিক্রয়কেন্দ্র আছে।
ঢংসিল্ক, কাতান, তসর, বেনারসি প্রভৃতি শাড়ি এনেছে অনলাইন দোকান ঢং। এ ছাড়া জমকালো গয়নাও পাবেন। ফেসবুক:

Comments