ভারত হবে ইসলামিক রাষ্ট্র-



সহসাই ভারত হবে ইসলামিক রাষ্ট্র। এমন কথা বলেছেন বিশ্ব হিন্দু পরিষদের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রবীণ টাগোডিয়া। তিনি এ জন্য সরকারের কাছে সুপারিশ করেছেন যেন ভারতে দ্বি-সন্তান নীতি বাস্তবায়ন করা হয়। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, রোববার সাম্প্রতিক জরিপ উল্লেখ করে তিনি অভিযোগ করেন শিগগিরই ভারতে ‘বিলুপ্তি’ ঘটবে হিন্দুদের। এর কারণ, মুসলমানরা ‘জনসংখ্যা জিহাদ’ চালাচ্ছে। এ জন্য তিনি সারা ভারতে দ্বি-সন্তান নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুসলিমদের সংখ্যা অসমভাবে বেড়ে যাচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর মুখপাত্র ‘অর্গানাইজার’-এর এক নিবন্ধে তিনি লিখেছেন, ১৯৫১ সালে ভারতে হিন্দুদের শতকরা হার ছিল ৮৪ ভাগ। তা এখন কমে দাঁড়িয়েছে ৮০ ভাগে। ওই সময়ে মুসলমানদের সংখ্যা ছিল শতকরা ১০ ভাগের নিচে। কিন্তু এখন তা বেড়ে শতকরা ১৪ ভাগের ওপরে। দেশে জনসংখ্যার এই পরিবর্তনের জন্য তিনি অবশ্যই একটি সরকারি মানদণ্ড মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, আমরা যদি ‘জনসংখ্যা জিহাদের’ বিরুদ্ধে অবস্থান না নিই তাহলে ভারত হবে একটি ইসলামিক রাষ্ট্র। তাই দ্বি-সন্তান নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সর্বশেষ জরিপের ফলকে সচেতনতা সৃষ্টির আহ্বান বলে তিনি মন্তব্য করেন। ওদিকে ডানপন্থি হিন্দু সংগঠন শিবসেনা যেসব হিন্দু পরিবারে কমপক্ষে ৫টি সন্তান আছে তাদেরকে বিশেষ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। এ ঘোষণা দেয়া হয়েছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে। এ খবর দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস লিখেছে, এ ঘোষণা হিন্দু দম্পতিদের বেশি সন্তান নিতে উৎসাহিত করবে। ভারতে দ্রুত মুসলমানের সংখ্যা বাড়ছে- এমন জরিপের ফল প্রকাশ হওয়ার পর এ ঘোষণা এলো। উত্তর প্রদেশ শিবসেনা বলেছে, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে যেসব হিন্দু দম্পতির কমপক্ষে ৫টি সন্তান রয়েছে তাদেরকে ২ লাখ রুপি নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। শিবসেনার স্থানীয় শাখার প্রধান বিনু লাভানিয়া বলেন, যারা এ সুবিধা পেতে চান তাদেরকে সন্তান জন্মের নিবন্ধন সনদ জমা দিতে হবে।।

Comments