Posted by
shahin
এক যন্ত্র অনেক কাজ
বইবাজারে গাইড বইয়ের গায়ে লেখা থাকত: ‘একের ভেতর অনেক’ কিংবা ‘একের মাঝে বহু সমাধান’! তো সে রকম যদি যন্ত্রের বেলায়ও ঘটে; বহু সমস্যার সমাধান যদি এক যন্ত্রেই জোটে, মন্দ নয় মোটেও! তেমনি কিছু ছোট কিন্তু প্রয়োজনের সময় অতি দরকারি যন্ত্রপাতির খোঁজখবর জানা যাক এবার।
মুঠোফোন চার্জার
ধরুন, বন্ধুর বাড়ি বেড়াতে গেলেন। বন্ধুর পীড়াপীড়িতে দিন কয়েক থাকলেন, মজার সব রান্না খেয়ে ঢেকুর তুললেন। কিন্তু সঙ্গের মুঠোফোনকে কী খাওয়াবেন, চার্জার যে ফেলে এসেছেন বাড়িতে। হ্যাঁ, উপায় এখন আছে। চিকন চার্জার, মোটা চার্জার থেকে শুরু করে চওড়া, খাঁজকাটা—এমন এক থোকা ১০টি চার্জার পাবেন একটি চার্জারের মাথায়। প্লাগ–ইন করবেন একটি চার্জারের অথচ চার্জ দিতে পারবেন একসঙ্গে ১০ রকমের ১০টি মুঠোফোন! দামও হাতের নাগালে। পাবেন ১০০ থেকে ১৫০ টাকায়।
টেবিল ল্যাম্প + টর্চপড়ার টেবিলে একটি টেবিল ল্যাম্প না হলে কি চলে? বাজারে আছে চার থেকে দশটি অতি উজ্জ্বল এলইডি বাতির ল্যাম্প। পাবেন ১০০ থেকে ২০০ টাকায়। আকারে ছোট বলে প্রয়োজনে টর্চ হিসেবেও চালিয়ে দেওয়া যায়। আবার এর উল্টোটাও আছে। লম্বা টর্চলাইটের মাথায় টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহারের জন্য এর গায়ে সাঁটানো আছে ছোট ছোট টিউবলাইট। দাম ২০০ টাকা। আছে সোলার টর্চলাইট—সূর্যালোক বা অন্য যেকোনো আলোর উৎস থেকে চার্জ নিতে পারে। এগুলো কিনে নিতে পারবেন ৪০০ টাকার মধ্যেই।
লাইটার + টর্চ
কিছু লাইটার আছে, যেগুলো শুধু আগুনই জ্বালায় নয, খুদে টর্চের কাজও করে দেয়। লাইটারের নিচের প্রান্তে থাকে এই খুদে টর্চ। পাবেন ১০০ টাকার মধ্যেই।
বৈদ্যুতিক ব্যাট + টর্চ
মশা–মাছি মারার বৈদ্যুতিক ব্যাট আছে বাজারে। ব্যাটের হাতলের একটা অংশই থাকে টর্চ হিসেবে ব্যবহারের জন্য। এক বৈদ্যুতিক চার্জেই চলে টর্চ ও মশা মারার ইলেকট্রিক শক। দাম ৩৫০ থেকে ৫০০ টাকা।
বাতি + পাখাবাতি আর পাখা যদি একই যন্ত্রে হয় তো মন্দ কী! ফ্যানের নিচে, চারপাশ ঘিরে থাকা টিউবলাইট ব্যবহার করতে পারেন টেবিল ল্যাম্প হিসেবে। পাবেন ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে।
চাবির রিং + টর্চছোট টর্চ, তারই এক মাথায় চাবির রিং। দুটিই দরকারি। পাবেন পাবেন ২০০ টাকার মধ্যেই।
টেবিল ফ্যান/ল্যাম্প + রেডিওটেবিল ফ্যান, তাও আবার রিচার্জেবল, সঙ্গে আছে নব ঘুরিয়ে এএম ও এফএম শোনার সুযোগ।
ফ্যানের ঠান্ডা হাওয়ায় শরীর জুড়াল আর রেডিওর গানে মন। এমন টেবিল ফ্যান পাবেন ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। একই সুবিধা পাবেন বড় আকারের টেবিল ল্যাম্পে। পাবেন ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।
স্ক্রু ড্রাইভার টুলবক্সবাসায় কিংবা অফিসে ছোট-বড় অনেক কাজেই স্ক্রু ড্রাইভারের প্রয়োজন পড়ে। আবার আকারভেদে ছোট-বড় স্ক্রু খোলা বা লাগানোর জন্যও চাই পৃথক স্ক্রু ড্রাইভার। পাঁচ থেকে দশটি ভিন্ন ভিন্ন স্ক্রু আছে—পাবেন এমন টুলবক্স। টুলবক্সের আকার বড় হলে তাতে আরও পাবেন প্লায়ার্স, রেঞ্জ, হাতুড়ি, দৈর্ঘ্য মাপার ফিতা ইত্যাদি। এমনকি টর্চও থাকে। দাম পড়বে ৩৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
নখ কাটার টুলবক্সছোট-বড় নেইল কাটার, কাটা নখ ঘষে মসৃণ করার পাত, দাঁত খিলানোর যন্ত্রসহ এমন অনেকগুলো ছোট যন্ত্র নিয়ে আছে নেইল কাটার টুলবক্স। পাবেন ২০০ থেকে ৫৫০ টাকায়।
ধরুন, বন্ধুর বাড়ি বেড়াতে গেলেন। বন্ধুর পীড়াপীড়িতে দিন কয়েক থাকলেন, মজার সব রান্না খেয়ে ঢেকুর তুললেন। কিন্তু সঙ্গের মুঠোফোনকে কী খাওয়াবেন, চার্জার যে ফেলে এসেছেন বাড়িতে। হ্যাঁ, উপায় এখন আছে। চিকন চার্জার, মোটা চার্জার থেকে শুরু করে চওড়া, খাঁজকাটা—এমন এক থোকা ১০টি চার্জার পাবেন একটি চার্জারের মাথায়। প্লাগ–ইন করবেন একটি চার্জারের অথচ চার্জ দিতে পারবেন একসঙ্গে ১০ রকমের ১০টি মুঠোফোন! দামও হাতের নাগালে। পাবেন ১০০ থেকে ১৫০ টাকায়।
টেবিল ল্যাম্প + টর্চপড়ার টেবিলে একটি টেবিল ল্যাম্প না হলে কি চলে? বাজারে আছে চার থেকে দশটি অতি উজ্জ্বল এলইডি বাতির ল্যাম্প। পাবেন ১০০ থেকে ২০০ টাকায়। আকারে ছোট বলে প্রয়োজনে টর্চ হিসেবেও চালিয়ে দেওয়া যায়। আবার এর উল্টোটাও আছে। লম্বা টর্চলাইটের মাথায় টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহারের জন্য এর গায়ে সাঁটানো আছে ছোট ছোট টিউবলাইট। দাম ২০০ টাকা। আছে সোলার টর্চলাইট—সূর্যালোক বা অন্য যেকোনো আলোর উৎস থেকে চার্জ নিতে পারে। এগুলো কিনে নিতে পারবেন ৪০০ টাকার মধ্যেই।
লাইটার + টর্চ
কিছু লাইটার আছে, যেগুলো শুধু আগুনই জ্বালায় নয, খুদে টর্চের কাজও করে দেয়। লাইটারের নিচের প্রান্তে থাকে এই খুদে টর্চ। পাবেন ১০০ টাকার মধ্যেই।
বৈদ্যুতিক ব্যাট + টর্চ
মশা–মাছি মারার বৈদ্যুতিক ব্যাট আছে বাজারে। ব্যাটের হাতলের একটা অংশই থাকে টর্চ হিসেবে ব্যবহারের জন্য। এক বৈদ্যুতিক চার্জেই চলে টর্চ ও মশা মারার ইলেকট্রিক শক। দাম ৩৫০ থেকে ৫০০ টাকা।
বাতি + পাখাবাতি আর পাখা যদি একই যন্ত্রে হয় তো মন্দ কী! ফ্যানের নিচে, চারপাশ ঘিরে থাকা টিউবলাইট ব্যবহার করতে পারেন টেবিল ল্যাম্প হিসেবে। পাবেন ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে।
চাবির রিং + টর্চছোট টর্চ, তারই এক মাথায় চাবির রিং। দুটিই দরকারি। পাবেন পাবেন ২০০ টাকার মধ্যেই।
টেবিল ফ্যান/ল্যাম্প + রেডিওটেবিল ফ্যান, তাও আবার রিচার্জেবল, সঙ্গে আছে নব ঘুরিয়ে এএম ও এফএম শোনার সুযোগ।
ফ্যানের ঠান্ডা হাওয়ায় শরীর জুড়াল আর রেডিওর গানে মন। এমন টেবিল ফ্যান পাবেন ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। একই সুবিধা পাবেন বড় আকারের টেবিল ল্যাম্পে। পাবেন ৮০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়।
স্ক্রু ড্রাইভার টুলবক্সবাসায় কিংবা অফিসে ছোট-বড় অনেক কাজেই স্ক্রু ড্রাইভারের প্রয়োজন পড়ে। আবার আকারভেদে ছোট-বড় স্ক্রু খোলা বা লাগানোর জন্যও চাই পৃথক স্ক্রু ড্রাইভার। পাঁচ থেকে দশটি ভিন্ন ভিন্ন স্ক্রু আছে—পাবেন এমন টুলবক্স। টুলবক্সের আকার বড় হলে তাতে আরও পাবেন প্লায়ার্স, রেঞ্জ, হাতুড়ি, দৈর্ঘ্য মাপার ফিতা ইত্যাদি। এমনকি টর্চও থাকে। দাম পড়বে ৩৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
নখ কাটার টুলবক্সছোট-বড় নেইল কাটার, কাটা নখ ঘষে মসৃণ করার পাত, দাঁত খিলানোর যন্ত্রসহ এমন অনেকগুলো ছোট যন্ত্র নিয়ে আছে নেইল কাটার টুলবক্স। পাবেন ২০০ থেকে ৫৫০ টাকায়।
মাল্টিপ্লাগ
সুইচবোর্ডে সাধারণত একটিমাত্র প্লাগ ইন করার সুযোগ থাকে। অথচ একই সময়ে মুঠোফোন চার্জার, ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, স্পিকার সচল রাখি কী উপায়ে? তার ওপর আছে টু পিন, থ্রি পিনের ব্যাপার। এতসবের একটাই সমাধান মাল্টিপ্লাগ। টু ও থ্রি পিনসহ লম্বা ও গোলাকার মাল্টিপ্লাগ রয়েছে বাজারে। ভ্রমণে গেলে এই যন্ত্রণায় পড়তে হয় আরও বেশি। হোটেল রুমে বন্ধু দু-তিনজন, প্রত্যেকেরই থাকে আলাদা মুঠোফোন, ক্যামেরা। অথচ সুইচবোর্ড একটাই। তাই সম্ভব হলে মাল্টিপ্লাগও নিতে পারেন সঙ্গে। দাম শুরু ১০০ টাকা থেকে।
মাল্টি অ্যাডাপ্টরদেশের বাইরে বেড়াতে গেলে মুঠোফোন, ক্যামেরা, ল্যাপটপের চার্জ দিতে বিড়ম্বনায় পড়তে পারেন। কারণ টু পিন, থ্রি পিন তো আছেই, আকার-আকৃতিতে একেক দেশের অ্যাডাপ্টরও একেক রকম। তবে প্রায় সব দেশেই চলে এমন চার-ছয়টি অ্যাডাপ্টরের সমন্বয় কিনতে পাবেন ঢাকাতেই। দাম ৬০০ থেকে এক হাজার টাকা।
সুইচবোর্ডে সাধারণত একটিমাত্র প্লাগ ইন করার সুযোগ থাকে। অথচ একই সময়ে মুঠোফোন চার্জার, ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, স্পিকার সচল রাখি কী উপায়ে? তার ওপর আছে টু পিন, থ্রি পিনের ব্যাপার। এতসবের একটাই সমাধান মাল্টিপ্লাগ। টু ও থ্রি পিনসহ লম্বা ও গোলাকার মাল্টিপ্লাগ রয়েছে বাজারে। ভ্রমণে গেলে এই যন্ত্রণায় পড়তে হয় আরও বেশি। হোটেল রুমে বন্ধু দু-তিনজন, প্রত্যেকেরই থাকে আলাদা মুঠোফোন, ক্যামেরা। অথচ সুইচবোর্ড একটাই। তাই সম্ভব হলে মাল্টিপ্লাগও নিতে পারেন সঙ্গে। দাম শুরু ১০০ টাকা থেকে।
মাল্টি অ্যাডাপ্টরদেশের বাইরে বেড়াতে গেলে মুঠোফোন, ক্যামেরা, ল্যাপটপের চার্জ দিতে বিড়ম্বনায় পড়তে পারেন। কারণ টু পিন, থ্রি পিন তো আছেই, আকার-আকৃতিতে একেক দেশের অ্যাডাপ্টরও একেক রকম। তবে প্রায় সব দেশেই চলে এমন চার-ছয়টি অ্যাডাপ্টরের সমন্বয় কিনতে পাবেন ঢাকাতেই। দাম ৬০০ থেকে এক হাজার টাকা।
কোথায় পাবেন
যেকোনো বৈদ্যুতিক যন্ত্রের দোকানে, প্রসাধনীর দোকানে; এমনকি ফুটপাতেও।
যেকোনো বৈদ্যুতিক যন্ত্রের দোকানে, প্রসাধনীর দোকানে; এমনকি ফুটপাতেও।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment