Posted by
shahin
ফেসবুকে বেশি লাইক পাবেন কীভাবে?
ফেসবুকে স্ট্যাটাস ও ছবি দিয়ে সেগুলোয় কত লাইক পড়ল, সেটা কমবেশি সব ব্যবহারকারীই খেয়াল করেন। আবার পণ্য বা প্রতিষ্ঠানের বেলায় লাইকের ওপর রীতিমতো ব্যবসাটাও নির্ভর করে। ফেসবুকে কী ধরনের স্ট্যাটাস, পোস্ট কিংবা ছবি দিলে বেশি লাইক পাওয়া যায়?
‘কিসমেট্রিকস’ নামের একটি বিদেশি প্রতিষ্ঠান এই বিষয় নিয়ে গবেষণা করেছে। তার ফলাফল দেখে নিন এক নজরে—
কী পোস্ট করছেন সে বিষয়ে নজর দিন
স্ট্যাটাস বা পোস্টের ধরন
ছবি দিলে সাধারণত ৫৩ শতাংশ বেশি লাইক পাওয়া যায়। এ ছাড়া ১০৪ শতাংশ কমেন্টস এবং ৮৪ শতাংশ লাইক পাওয়া যায় ছবিভিত্তিক স্ট্যাটাসে।
‘কিসমেট্রিকস’ নামের একটি বিদেশি প্রতিষ্ঠান এই বিষয় নিয়ে গবেষণা করেছে। তার ফলাফল দেখে নিন এক নজরে—
কী পোস্ট করছেন সে বিষয়ে নজর দিন
স্ট্যাটাস বা পোস্টের ধরন
ছবি দিলে সাধারণত ৫৩ শতাংশ বেশি লাইক পাওয়া যায়। এ ছাড়া ১০৪ শতাংশ কমেন্টস এবং ৮৪ শতাংশ লাইক পাওয়া যায় ছবিভিত্তিক স্ট্যাটাসে।
৫৩ শতাংশ বেশি লাইক
১০৪ শতাংশ বেশি কমেন্টস
৮৪ শতাংশ লাইক
লেখার আকার
৮০ বা এর চেয়ে কম শব্দের
মধ্যে পোস্ট দিলে ৬৬ শতাংশ সম্পৃক্ততা বাড়ে।
বিষয়বস্তু
প্রশ্নভিত্তিক স্ট্যাটাস বা পোস্টে শতভাগ বেশি কমেন্টস পাওয়া যায়।
১০৪ শতাংশ বেশি কমেন্টস
৮৪ শতাংশ লাইক
লেখার আকার
৮০ বা এর চেয়ে কম শব্দের
মধ্যে পোস্ট দিলে ৬৬ শতাংশ সম্পৃক্ততা বাড়ে।
বিষয়বস্তু
প্রশ্নভিত্তিক স্ট্যাটাস বা পোস্টে শতভাগ বেশি কমেন্টস পাওয়া যায়।
প্রতিদিন এক-দুবার পোস্ট করলে ৪০ শতাংশ বেশি ব্যবহারকারীকে সম্পৃক্ত করা যায়।
সাপ্তাহিক লেখা
সপ্তাহে এক থেকে চারবার
পোস্ট করলে ৭১ শতাংশ বেশি
সাড়া পাওয়া যায়
সাপ্তাহিক লেখা
সপ্তাহে এক থেকে চারবার
পোস্ট করলে ৭১ শতাংশ বেশি
সাড়া পাওয়া যায়
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment