ফের তিন ফরমেটেই শীর্ষে সাকিব

ঢাকা: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো খেলার ফল পেলেন সাকিব আল হাসান। ফের আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।
এর ফলে আবারো একই সঙ্গে তিন সংস্করণের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়েই শীর্ষে থাকলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
এ নিয়ে তৃতীয়বার এই ত্রিমুকুট পরলেন সাকিব। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন এ বছর জানুয়ারিতে। কিন্তু মাত্র ১০ দিন ছিল তার সেই রাজত্ব। ওয়ানডেতে সাকিবকে দুইয়ে ঠেলে দেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
গত বিশ্বকাপের আগে আবারো শীর্ষে ওঠেন সাকিব, দ্বিতীয় ত্রিমুকুট। কিন্তু বিশ্বকাপে বেশ ভালো খেলে দিলশান উঠে যান একে। কয়েক মাস অপেক্ষার পর রাজত্ব ফিরে পেলেন সাকিব আল হাসান।
বিশ্বকাপের পর ওয়ানডের শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন তিনি। শীর্ষস্থান পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানকে পেছনে ফেলেন সাকিব। এই সংস্করণের ক্রিকেটের অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তার বর্তমান রেটিং পয়েন্ট ৪০৮।
দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দিলশানের রেটিং পয়েন্ট ৪০৪। তৃতীয় স্থানে থাকা আরেক শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউসের পয়েন্ট ৩৭৮।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দারুণ নৈপূণ্য দেখিয়ে শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব।
তিন ম্যাচ সিরিজের সবক’টিতেই ব্যাট করেছেন সাকিব। ৬১.৫০ গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১২৩ রান করেন তিনি। এর মধ্যে আছে দুটি ম্যাচ জয়ী অর্ধশতক। আর বল হাতে ৯৯ রান খরচায় নেন ৩ উইকেট।
তবে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ আছে শ্রীলঙ্কার। সেই সিরিজে আবারো সাকিবকে সরিয়ে দিতে চেষ্টা করবেন দিলশান। ব্যবধানটাও মাত্র ৪ পয়েন্টের। তবে সিরিজটা খারাপ করলে দিলশানের পয়েন্ট কমতেও পারে।
তবে টেস্ট আর টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাঙ্কিং নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন সাকিব। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ব্যবধানটা বেশ বড়ই। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের আটে আছেন সাকিব। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ছয়ে। টেস্ট ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান ২৯।
টেস্টে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে মুমিনুল হক, ২৪। ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৩১ নম্বরে, বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে মুশফিক (২১)। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আছেন ১৬তে।
এছাড়া মাত্র তিনটি ওয়ানডে খেলেই বোলারদের র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। ৪০৮ পয়েন্ট নিয়ে ৮৮ নম্বরে তার অবস্থান।
অধিনায়ক মাশরাফির ভাষায়, আন সাং হিরো সাকিবের নৈপূণ্যে ভারতের বিপক্ষে প্রথমবার বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।
তিনি ম্যাচ সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশ ভারতকে যথাক্রমে ৭৯ রান ও ৬ উইকেটে হারায়। তবে গতকাল বুধবার শেষ ওয়ানডেতে স্বাগতিকরা ৭৮ রানে হেরে যায়।

Comments