ওয়াকারের রেকর্ড ভাঙলেন ইয়াসির শাহ
ইয়াসির শাহ ম্যাজিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রথমে ইনিংসে তার দল অল্প রানে অল আউট হয়ে কোনঠাসা অবস্থায় চলে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহ একাই ৫ উইকেট নেয়ায় অনেকটা চাপ সামলে উঠে পাকিস্তান।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে কোনও পাকিস্তানি বোলার হিসেবে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ইয়াসির শাহ। শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজকে আউট করার পর তিনি এই কীর্তি গড়েন। মূলত, তাঁর জন্য এখনও ম্যাচে টিকে রয়েছে পাকিস্তান৷
ইয়াসির শাহ মাত্র ৯ ম্যাচে ৫০ উইকেট নিয়ে মহম্মদ আসিফ, ওয়াকার ইউনিস এবং সাব্বির রহমানের গড়া ১০ ম্যাচের রেকর্ড ভাঙলেন। তাছাড়া যে কোনও দলের হয়ে ১৯৮৮ সালে মাত্র ৬ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান বোলার চার্লি টার্নার।
এই রেকর্ড ছাড়া বিশ্বের যে কোনও দেশের স্পিনার হিসেবে স্টুয়ার্ট ম্যাগগিল, রবিচন্দ্রন আশ্বিনদের সঙ্গে একাসনে বসলেন ইয়াসির৷
২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল ইয়াসিরের৷ এরপর নিজের নবম ম্যাচেই এই কীর্তি গড়লেন তিনি।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে কোনও পাকিস্তানি বোলার হিসেবে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ইয়াসির শাহ। শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজকে আউট করার পর তিনি এই কীর্তি গড়েন। মূলত, তাঁর জন্য এখনও ম্যাচে টিকে রয়েছে পাকিস্তান৷
ইয়াসির শাহ মাত্র ৯ ম্যাচে ৫০ উইকেট নিয়ে মহম্মদ আসিফ, ওয়াকার ইউনিস এবং সাব্বির রহমানের গড়া ১০ ম্যাচের রেকর্ড ভাঙলেন। তাছাড়া যে কোনও দলের হয়ে ১৯৮৮ সালে মাত্র ৬ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান বোলার চার্লি টার্নার।
এই রেকর্ড ছাড়া বিশ্বের যে কোনও দেশের স্পিনার হিসেবে স্টুয়ার্ট ম্যাগগিল, রবিচন্দ্রন আশ্বিনদের সঙ্গে একাসনে বসলেন ইয়াসির৷
২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল ইয়াসিরের৷ এরপর নিজের নবম ম্যাচেই এই কীর্তি গড়লেন তিনি।
Comments
Post a Comment