ব্রাজিলের বিদায়

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে পরাজিত হয় ব্রাজিল।
২০১১ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারো পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে হারালো প্যারাগুয়ে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
খেলার ১৫ মিনিটের মাথায় ব্রাজিলীয় স্ট্রাইকার রবিনিয়োর গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে থিয়াগো সিলভার হ্যান্ডবলের পর স্পটকিক থেকে গোল করে বসেন ডার্লিস গঞ্জালেস। ফলে পেনাল্টি শুটআউটে যেতে বাধ্য হয় ব্রাজিল।
কোপা আমেরিকার আটবারের শিরোপাজয়ী ব্রাজিল সর্বশেষ কোপা আমেরিকা ট্রফি ঘরে নিয়েছিল ২০০৭ সালে। অপরদিকে ১৯৭৯ সালের পর এই প্রথম কোপা আমেরিকা জয়ের সুযোগ এসেছে প্যারাগুয়ের সামনে।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/34062#sthash.m0d8xqzP.dpuf

Comments