বাংলার বাঘ

..শ্রদ্ধেয় সিধু দাদা,
পত্রের শুরুতে আপনাকে জানাই সিরিজ-জয়ের আনন্দে উদ্বেলিত হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো নেই। ভালো থাকার কথাও নয়! পূর্ণশক্তির দল নিয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ওয়ানডে সিরিজ হারের চেয়ে দুঃখজনক খবর আপনার কাছে আর কী-ই বা হতে পারে! আপনাকে সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না! তবু মনকে সান্ত্বনা দিতে পারেন, বাংলাওয়াশ না হয়ে অন্তত একটি জয় নিয়ে পূর্ণশক্তির ভারত দেশে ফিরতে পেরেছে! টেস্ট ক্রিকেটে ড্র এবং ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ হারের পর ভারতীয় ক্রিকেটারদের মলিন মুখ দেখে সত্যিই আমাদের খুব খারাপ লেগেছে। কোথায় আমাদের দেশে খেলতে এসে আপনাদের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে থাকবে, তা নয় বরং ধোনি নিজেকে সারা দিন গৃহবন্দী করে রাখলেন! এমনকি ম্যাচ হারের পর ক্রিকেটাররা অভুক্ত পর্যন্ত ছিলেন!
আপনারা আমাদের অতিথি। অতিথিপরায়ণ জাতি হিসেবে অতিথিদের এই কষ্ট আমাদের সহ্য হয়নি। বাংলাওয়াশ হয়ে ভারতীয় ক্রিকেটাররা খালিমুখে বিদায় নিক, তা আমরা চাইনি। তাই তো শেষ ম্যাচে আমরা হেরে শুধু ভারতীয় ক্রিকেটারদের মুখেই নয় বরং ভারতের ১২০ কোটি জনগণের মুখে হাসি ফুটিয়েছি!
ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দল দেশে ফিরে গেছে। আপনারা ক্রিকেটারদের বাড়িঘর ভাঙচুর করবেন না, তাঁদের গাড়িতে আগুন দেবেন না। ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলবেন না! আপনাদের গণমাধ্যমকে ক্রিকেটারদের সমালোচনা করা থেকে বিরত থাকতে বলবেন। এমনিতে সিরিজ হারে ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি খেললে ক্রিকেটাররা হয়তো হারানো আত্মবিশ্বাস ফিরে পেতেন। অথচ দুঃখজনকভাবে সেই সফরটি বাতিল হয়ে গেল!
আশা করি, খুব দ্রুতই এই সিরিজটি ভুলে যাওয়ার চেষ্টা করবেন। নিশ্চয়ই স্টার স্পোর্টসও এই সিরিজটি কিছুদিনের মধ্যে ভুলে যাবে! সময়ের পথ পরিক্রমায় সিরিজ হারের এই ক্ষত আপনার মন থেকে শুকিয়ে গেলেও ইতিহাসের পাতায় তা অমর হয়ে থাকবে নিশ্চিত।
আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আশা করি, বাংলাদেশ সফরে আর দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভুলেও চিন্তা করবেন না এবং বাংলাদেশকে নিয়ে আর কটাক্ষ করবেন না।

ইতি
বাংলার বাঘ

Comments