ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী সত্যি হলো!

দু' দিন বাদেই ফের ভূমিকম্প আসতে চলেছে। এমনটাই ভবিষ্যদ্বাণী ছিল। সেই আশঙ্কাই যেন সত্যি করে কেঁপে উঠল টোকিও, ক্যালিফোর্নিয়া, নিউজিল্যান্ড ও দিল্লি। টোকিওতে রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৭.৮। ক্যালিফোর্নিয়া এবং নিউজিল্যান্ডে ছিল ৫.৫।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সূত্রে খবর, জাপানের ভূমিকম্পের কেন্দ্র ছিল বোনিন দ্বীপের ৬৭৭ কিলোমিটার নিচে। এই দ্বীপের সব থেকে কাছের দ্বীপ হল চিচি-শিমা। ভূ-বিদদের মত, ফের যদি বড় কম্পন হয়, তবে প্রায় ২ হাজার অধিবাসী-সহ গোটা দ্বীপটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। জাপানের আবহাওয়া দপ্তরের তরফ থেকে যদিও সুনামির সতর্কতা জারি করা হয়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে টোকিওর সমস্ত ভূগর্ভস্থ ট্রেন এবং যানবাহনপথ বন্ধ রাখা হয়েছে।
কম্পন সব থেকে বেশি টের পাওয়া গেছে টোকিওর হাউরাইজগুলোতে। প্রায় এক মিনিট ধরে চলা কম্পনে কয়েকটি বাড়ি কাঁচ ভেঙে পড়ে। তবে বড় ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।
জাপানের সঙ্গে আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং নিউজিল্যান্ডেও ভূমিকম্প হয়েছে। সেখানে তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল। জাপানের ভূমিকম্পের জেরে কাঁপল ভারতের রাজধানী দিল্লিও। যদিও এই তিনটি জায়গায়ও বড় কোনো ক্ষতির খবর নেই।

Comments