স্টাইল বদলাবেন না নেইমার
শনিবার ন্যু ক্যাম্পে কোপা দেল রে’র ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে উড়িয়ে মরশুমের দ্বিতীয় ট্রফি ঘরে এনেছে বার্সেলোনা৷ মেসির দুর্দান্ত দু’গোল ছাড়াও নেইমার করেছেন একটি গোল৷ এই মৌসুমে ৩৮ তম গোল হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারের৷
কিন্তু নেইমারের খেলার স্টাইল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন৷ এ নিয়ে নেইমারের সাফ কথা,‘ আমার খেলা দেখে কেউ বিরক্ত হতেই পারে৷ তার জন্য আমি নিজের স্টাইল বদলাব না৷ বেশ কয়েক বছর ধরেই এভাবে খেলে আসছি আমি৷ নিজেকে পাল্টানোর কোনো প্রয়োজন মনে করিনি৷ পুরো ম্যাচেই আমাদের দল আধিপত্য রেখেই ফুটবল খেলেছে৷ দলের জয় আমি অত্যন্ত খুশি৷ আমার সতীর্থদের সঙ্গে সাফল্য ভাগ করে নিতে চাই৷’
এই ম্যাচের পরে আবারও মেসিকে বিশ্বের সেরা ফুটবলারের তকমা দিয়েছেন নেইমার৷ বার্সার সদস্য হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন তিনি৷
সূত্র : ডেইলিস্পোর্টস২৪.কম
-
কিন্তু নেইমারের খেলার স্টাইল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন৷ এ নিয়ে নেইমারের সাফ কথা,‘ আমার খেলা দেখে কেউ বিরক্ত হতেই পারে৷ তার জন্য আমি নিজের স্টাইল বদলাব না৷ বেশ কয়েক বছর ধরেই এভাবে খেলে আসছি আমি৷ নিজেকে পাল্টানোর কোনো প্রয়োজন মনে করিনি৷ পুরো ম্যাচেই আমাদের দল আধিপত্য রেখেই ফুটবল খেলেছে৷ দলের জয় আমি অত্যন্ত খুশি৷ আমার সতীর্থদের সঙ্গে সাফল্য ভাগ করে নিতে চাই৷’
এই ম্যাচের পরে আবারও মেসিকে বিশ্বের সেরা ফুটবলারের তকমা দিয়েছেন নেইমার৷ বার্সার সদস্য হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন তিনি৷
সূত্র : ডেইলিস্পোর্টস২৪.কম
Comments
Post a Comment