মার্কিন পুলিশের গুলিতে ৫ মাসে নিহত ৪৮৫

যুক্তরাষ্ট্রের পুলিশ চলতি বছরের প্রথম পাঁচ মাসে গুলি করে ৩৮৫ জনকে গুলি করে হত্যা করেছে। অর্থাৎ দিনে গড়ে দুজনের বেশি লোক তাদের হাতে নিহত হয়েছে। ওয়াশিংটন পোস্ট শনিবার এ খবর প্রকাশ করেছে। তাছাড়া গত দুই দশকে পুলিশের হাতে নিহতের চেয়ে তা দুই গুণেরও বেশি।
আইন প্রয়োগের অবস্থা উন্নত করার কাজে নিয়োজিত অমুনাফামূলক সংগঠন পুলিশ ফাউন্ডেশনের সভাপতি জিম বুরম্যান বলেন, আমরা পুলিশের গুলির সংখ্যা কখনো কমাতে পারব না, যদি আমরা এই তথ্যের নির্ভুলতা যাচাই করা শুরু না করি।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তথ্যে দেখা যায়, গত দশকে বছরে পুলিশের গুলিতে নিহত হয়েছিল প্রায় ৪০০ জন, দিনে গড়ে প্রায় ১.১ জন। 
কিন্তু ২০১৫ সালে তা দিনে গড়ে ২.৫ জনে দাঁড়িয়েছে।
ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে দেখা যায়, নিহতদের প্রায় অর্ধেক শ্বেতাঙ্গ, অর্ধেক সংখ্যালঘু। নিরস্ত্র শিকারদের দুই-তৃতীয়াংশ কৃষ্ণাঙ্গ বা হিসপানিক।
যেসব স্থানে হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, শ্বেতাঙ্গ বা অন্যান্য সংখ্যালঘু এলাকার চেয়ে শ্বেতাঙ্গ এলাকায় তিনগুণ বেশি।
নিহতদের বয়স ১৬ থেকে ৮৩ বছর। এদের বেশির ভাগের হাতে বন্দুক ছিল। ৯২ ভাগ লোক মানসিকভাবে অসুস্থ ছি

Comments