ঢাকা বার নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিতদের বিপুল জয়
ঢাকা: ঢাকা বারের (ঢাকা জজকোর্ট) নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে ভরাডুবি হয়েছে আ'লীগ সমর্থিত সাদা প্যানেলের। সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ২৫টির মধ্যে ২৩টিতে জয় লাভ করেছে বিএনপি জামায়াত সমর্থিত নীল প্যানেল। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বার নতুন ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় ভোট গণনা শুরু হয়। রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়। তিনটি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচন করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সাদা ও নীল প্যানেলের মধ্যে। সভাপতি পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুকী জয়লাভ করেছেন। এছাড়াও সম্পাদকীয় পদে ১০টি এবং সদস্যপদে ১৫টির মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে নীল প্যানেল। সাদা প্যানেল থেকে সদস্য পদে মাত্র দুজন জয়লাভ করেছে। ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ১৫ হাজার ৩৭২ ভোটারের মধ্যে ৯ হাজার ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে (২০১৫-২০১৬ বর্ষ) ২৫টি পদে ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৬ জন এবং ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
Comments
Post a Comment