নিরাপত্তা পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক বিরোধী পক্ষকে মাঠে থাকতে না দিলে সন্ত্রাসীদের উত্থান ঘটে -ইইউ

সংগ্রাম ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, বিরোধীদলকে যদি কাজ করতে দেয়া না হয়, যদি তাদেরকে কোনঠাসা বা নিষ্ক্রিয় করে রাখা হয়, তাহলে চরমপন্থী সহ অন্যান্য গ্রুপগুলো সেই শূন্যস্থান পূরণ করে নিতে পারে। প্রতিনিধি দলের অন্যতম সদস্য ইউসেফ ভাইডেনহলৎসার এ প্রসঙ্গে জোর দিয়ে বলেন, ‘যদি উগ্রবাদী সন্ত্রাসীরা সামনে চলে আসে তাহলে সেটি হবে আরো অনেক বেশি বিপজ্জনক।’
 বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। দুর্ভাগ্যবশত, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তা নেতিবাচক। গণমাধ্যমের স্বাধীনতা সন্তোষজনক নয়। উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার সাব-কমিটির শুনানিতে এসব কথা বলেছেন সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ইইউ সংসদ সদস্য ইওসেফ ভাইডেনহলতসার। বাংলাদেশ সফরে ইইউ প্রতিনিধি দলের পর্যবেক্ষণ সংক্ষেপে তুলে ধরে একথা বলেন তিনি। মানবাধিকার সাব কমিটির চেয়ার এলেনা ভ্যালেন্সিয়ানোর সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রসঙ্গে আরও বক্তব্য রেখেছেন, বাংলাদেশে আসা ইইউ প্রতিনিধি দলের আরেক সদস্য ক্যারোল কারস্কি ও ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস)-এর পক্ষ থেকে টমাস নিকলসন।
ইওসেফ তার বক্তব্যে বলেন, ৫ জানুয়ারি থেকে বাংলাদেশ জুড়ে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে ৬০ জনের বেশি মারা গেছে। বিরোধী দলের ৭-১০ হাজার কর্মী গ্রেফতার ও কারারুদ্ধ। তারা নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে। কিন্তু সরকারের দাবি তারা বৈধভাবে নির্বাচিত। কাজেই এ সংঘাত, এ দ্বন্দ¦ সমাধান করাটা কঠিন। উভয় পক্ষ তাদের অবস্থানে অনড়। যেসব যুক্তিতর্ক তাদের পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে তা হলো- বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা হিসেবে অতীত ঘটনাপ্রবাহ উপস্থাপন করা। সত্যি কথা বলতে আমরা সমঝোতার কোন সুযোগ দেখিনি। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে অটল। রাজনৈতিক দলগুলো ছাড়াও আমরা রাজনৈতিক পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলেছি। স্বতন্ত্র পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলেছি। ড, ইউনূসের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। সাংবাদিক, আন্তর্জাতিক সম্প্রদায় সহ অন্যদের সঙ্গে আমরা কথা বলেছি। সাধারণভাবে বলতে গেলে সবার বক্তব্য হলো, সামনের সপ্তাহগুলোতে তেমন কিছু পরিবর্তন হবে না বলে উল্লেখ করেন বক্তব্যে।
ইওসেফ তার রির্পোটে আরো উল্লেখ করেন, সে কারণে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে পারে। আমার ব্যক্তিগত অভিমত হলো, যেটাই হোক না কেন, যে দিকেই যাক না কেন, পরিস্থিতি যদি এমন হয়ে যায় যেখানে বিরোধী দলকে স্রেফ কোণঠাসা করে দেয়া হয়েছে, তাদের আর কোন সম্পৃক্ততা নেই। যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমি মনে করি যেটা হবে, তা হলো, অন্য শক্তিগুলো সেই শূন্যতা পূরণ করতে পারে। আর এ কারণে দেশটির সঙ্গে আরও বেশি কাজ করা প্রয়োজন। 
ইওসেফ আরো বলেন, বুধবার আমরা জেনেছি যে, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে তা এখনও বাস্তবায়ন হয়নি। তবে এটা পরিস্থিতি উসকে দেবে। বিরোধী দলের নেতাকে গ্রেফতার করা হলে তা পরিস্থিতি নাটকীয়ভাবে উসকে দেবে বলে আমার আশঙ্কা। তবে আমি মনে করি তাকে গ্রেফতার করা হলে, তা খুবই সমস্যা সৃষ্টি করবে। তিনি বলেন, বাংলাদেশ সফরে আমরা মোট ২৩টি বৈঠক করেছি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে আমরা ঢাকার বাইরে যেতে পারিনি। নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এগুলো আমাদের এজেন্ডা ছিল। আমরা লক্ষ্য করেছি গণমাধ্যমের ব্যাপ্তি দারুণ প্রাণবন্ত। অনেক স্টেকহোল্ডার, অনেক আগ্রহী পার্টি রয়েছে। তবে, এও ইঙ্গিত মিলেছে যে, মুক্ত মতামত প্রকাশ করাটা ততটা সহজ নয়। খুব বেশি সহজ সরল নয়। কাজেই গণমাধ্যম স্বাধীনতা পরিস্থিতির ওপর আমাদের নজর রাখা প্রয়োজন, কেননা পরিস্থিতি সার্বিকভাবে সন্তোষজনক নয়। বৈদেশিক অনুদান আইনের বিষয়টার ওপরও লক্ষ্য রাখা প্রয়োজন। এনজিওতে এ ধরনের অনুদানের ক্ষেত্রে সরকার আরও কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানান তিনি।
ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) এর টমাস নিকলসন বলেন, বাংলাদেশে সফরকারী প্রতিনিধি দলের মতো আমরাও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বিগ্ন। নির্বিচার সহিংসতা, রাজনৈতিক নেতাদের গণগ্রেফতার আর সংলাপের দিকে যেতে প্রধান দুই দলের মধ্যে আপাতত অনাগ্রহ ও জটিলতার বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। এগুলো সত্যিই উদ্বেগের বিষয়। আমরা আজকের আলোচনায় এও শুনেছি, অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেখানে আমাদের বাংলাদেশের সঙ্গে কাজ করা প্রয়োজন। আমাদের অনেকগুলো অভিন্ন স্বার্থ রয়েছে। আমাদের মধ্যকার বাণিজ্য সম্পর্ক ভালো। উন্নয়ন কতিপয় বিষয়ে বাংলাদেশকে রোল-মডেল বলা হয়েছে। আমাদের অভিন্ন নিরাপত্তা এবং জলবায়ু উদ্বেগ রয়েছে। এসব কারণে আমরা পার্লামেন্টের পক্ষ থেকে বাংলাদেশ সফরকে স্বাগত জানাই। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্টতা অব্যাহত রাখাটা গুরুত্বপূর্ণ।
তিনি জানান, এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের একটি প্রতিনিধিদল এ সপ্তাহে বাংলাদেশে রয়েছে। এ দলটি কয়েকটি গ্রুপে ভাগ হয়ে শাসন, মানবাধিকার, অভিবাসন, উন্নয়ন ও বাণিজ্য নিয়ে বিশদ আলোচনা করবে। অভিন্ন স্বার্থগুলোর প্রতি নজর রাখার জন্য লেগে থাকাটা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে যথাযথ উদ্বেগের পরিস্থিতিতে এটা উদ্বেগ জানানোর আহ্বান জানায়। শুনানিতে পূর্বনির্ধারিত অপর প্রসঙ্গগুলোতে যাওয়ার আগে কমিটির চেয়ারপার্সন এলেনা ভ্যালেন্সিয়ানো বাংলাদেশে সফরকারী ইইউ প্রতিনিধি দলের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান। তিনি এসময় বলেন, আমি মনে করি সামনের মাসগুলোতে বাংলাদেশের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রাখাটা গুরুত্বপূর্ণ।

Comments