ঝালকাঠি জেলা ছাত্রী সংস্থার সভানেত্রী ও সরকারি মহিলা কলেজ ছাত্রী মানসুরা জান্নাতুল লুনাকে গাড়ি পোড়ানোর মামলায় আসামী
ঝালকাঠি কলেজ ছাত্রী গাড়ি পোড়ানো মামলার আসামী!
ঝালকাঠি : আটককৃত ইসলামী ছাত্রীসংস্থার জেলা শাখার সভানেত্রী মানসুরা আক্তার ও তার বড় ভাই এনজিও কর্মী ওসমান গনি
ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি জেলা ছাত্রী সংস্থার সভানেত্রী ও সরকারি মহিলা কলেজ ছাত্রী মানসুরা জান্নাতুল লুনাকে গাড়ি পোড়ানোর মামলায় আসামী করায় নিন্দা জানিয়েছে জেলা জামায়াত নেতৃবৃন্দ। জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি এডভোকেট আমিনুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিন এক বিবৃতিতে বলেন, শহরের পূর্ব চাঁদকাঠি পানি উন্নয়ন বোর্ড (বিআইপি) কার্যালয়ের পিছনের ভাড়া বাসা পাপন ভিলা থেকে গত মঙ্গলবার ভোররাতে তাকে ও তার ভাই এনজিও কর্মী ওসমান হোসেনকে আটক করে বাসস্ট্যান্ডের গাড়ি পোড়ানোর মামলার আসামী করা হয়েছে। পূর্ব চাঁদকাঠির কয়েক জামায়াত নেতার বাসায় তল্লাশি অভিযান চালায় সদর থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল। তাদের কাউকে না পেয়ে পাপন ভিলার ওই বাসায় পুরুষ না থাকায় তাদের দু’ভাই-বোনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৯টি বই ও ১টি ডায়েরী জব্দ করে পুলিশ। পুলিশ তাদের বক্তব্যে জব্দকৃত ইসলামিক বইকে জিহাদি বই উল্লেখ করে সাংবাদিকদের কাছে তথ্য প্রদান করে। একজন কলেজ ছাত্রী কিভাবে গাড়ি পোড়াতে পারে এটা কি আদৌ পুলিশের বোধ গম্যের বাইরে? প্রশ্ন তুলে তারা নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
Comments
Post a Comment