এবার রাজধানীতে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে এমদাদ উল্লাহ নামে (২৩) নামে এক শিবির নেতা।

মিরপুর রূপনগর এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত এমদাদ উল্লাহ ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন বলে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়। তিনি শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের ৯৩ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে বিবৃতিতে বলা হয়। তার বাবার নাম জামাল উদ্দিন। মা আনোয়ারা বেগম। দেশের বাড়ি জামালপুর সদরে। বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের ৬ নম্বরের বাসার সামনে থেকে পুলিশ এমদাদ উল্লাহকে আটক করে। পরে তাকে নিয়ে বিভিন্ন মেসে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পুলিশ। পরবর্তীতে গভীর রাতে গুলি করে হত্যা করে পুলিশ। দায় এড়াতে পরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রেখে আসে। এদিকে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার বজলার রহমান গণমাধ্যমে দাবি করেছেন, শনিবার রাত ১০টার দিকে জামায়াত শিবিরের কয়েকজন কর্মীকে আটক করা হয়। এরপর তাদের নিয়ে রূপনগর থানা এলাকার বেড়িবাঁধ এলাকায় অস্ত্র ও পেট্রলবোমা উদ্ধারের জন্য অভিযান চালানো হয়। এসময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা জামায়াত শিবিরের লোকজন পুলিশের উপর হামলা করলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এমাদুল্লাহ নামের এক শিবির কর্মী নিহত হন। নিহতের লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকলে কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

Comments