অষ্টম আশ্চর্য ?

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়কে অষ্টম আশ্চর্য বলে মন্তব্য করেছেন তার আইনজীবী তাজুল ইসলাম। রায়ের পর মঙ্গলবার দুপুর ১টায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, তিন জন সাক্ষীর উপর ভিত্তি করে আজকের এ রায় দেয়া হয়েছে। এ সাক্ষীদের একজন ৩ মাইল, একজন ২ মাইল ও একজন দেড় মাইল দূর থেকে এটিএম আজহারুল ইসলামকে অপরাধ করতে দেখেছেন। তিনি বলেন, দেড়, ২ ও ৩ মাইল দূর থেকে দেখা সাক্ষীর ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড দেয়া অষ্টম আশ্চর্য ছাড়া আর কিছুই নয়। এ রায়ের বিরুদ্ধে সবোর্চ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।

Comments