Skip to main content
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কট্টর আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে জাতীয় সম্প্রচার আইন ও জাতীয় সম্প্রচার কমিশন আইন প্রণয়নে ৩৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সম্প্রচার) মোহাম্মদ আবুল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রহমানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিশিষ্টজন ছাড়াও এডভোকেট, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, নাট্যব্যক্তিত্বসহ সব ক্ষেত্রের বিশেষজ্ঞদের রাখা হয়েছে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সম্প্রচার) মোহাম্মদ আবুল হোসেন। জাতীয় সম্প্রচার আইনের জন্য দুই মাস এবং জাতীয় সম্প্রচার কমিশন আইনের জন্য তিন মাস সময় দেয়া হয়েছে কমিটিকে। প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে অধ্যাপক গোলাম রহমানের বেশ সুনাম সুখ্যাতি থাকলেও একই সঙ্গে কট্টর আওয়ামী পন্থী শিক্ষক হিসেবে তার ব্যাপক ছাত্র-শিক্ষকদের মাঝে ব্যাপক বিতর্ক রয়েছে। গত বছর মহাজোট সরকার বাকশালী কায়দায় দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা বন্ধ ও এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরকারের সিদ্ধান্তে বেশ উচ্ছাসা প্রকাশ করতে দেখা যায় গোলাম রহামানকে। ছাপাখানা বন্ধ করে দিয়ে পত্রিকাটি বন্ধ করে দেয়ার সব আয়োজন দেখে দেশ-বিদেশে সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষককে কোন কোন বেসরকারি চ্যানেলে সরকারকে স্বাগত জানাতে দেখা গেছে।
অনেক..........! অনেক.....! অনেক..! ভাল লাগল । এই রকম অসাধারন একটা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। আসা করি এই রকম পোস্ট আরও পাব। সময় থাকলে আমার e shopping সাইটে ঘুরে আস্তে পারেন।
ReplyDeletewww.bd-career.com
ReplyDeleteThis post is very useful for us. Because we have a lot of
tips and tricks from this post. Thank you for this amazing post share. I many
tips about bd jobs as well. If you want to know more about a career sites, please visit our website.
www.bd-career.com