তিনি প্রধানমন্ত্রীর দেখা পাননি?

তিন দিন ঢাকায় কাটিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। অনেক আগেই সফরটি নির্ধারিত হয়েছিল। দিন-তারিখ চূড়ান্ত করার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বৈদেশিক সম্পর্ক দেখভালের দায়িত্বপ্রাপ্তদের সফর সম্পর্কে বিস্তারিত অবহিত করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সে ভাবেই সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ চাওয়া হয়েছিল। অবশ্য জাতীয় সংসদের বিরোধী নেতা রওশন এরশাদ, সংসদের বাইরে থাকা বিরোধী জোটের শীর্ষ নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ব্যবসায়ী, শ্রম প্রতিনিধি, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে শিডিউলগুলো দূতাবাসই ঠিক করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ সরকারি বৈঠকগুলোর বিষয়ে দূতাবাস শেষ সময় পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রী ও সচিবের সঙ্গে শেষ দিনে বৈঠক হলেও তিনি প্রধানমন্ত্রীর দেখা পাননি। নিশার সঙ্গে বৈঠকে সরকারের তরফে যথেষ্ট আগ্রহ না থাকায় এটি হয়নি বলে কূটনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট উইংয়ের মহাপরিচালক অবশ্য বলেছেন, শুক্রবার প্রধানমন্ত্রী দেশে ফিরলেও শনিবার ঢাকার বাইরে কর্মসূচি থাকায় সাক্ষাৎ সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা না হওয়া প্রসঙ্গে বিদায়ী সংবাদ সম্মেলনে নিশা দেশাই বলেন,  শনিবার হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ট্রান্সমিশন সিস্টেম উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার যোগ দেয়ার কথা ছিল। কিন্তু সেখানে আমার যাওয়া হয়নি। কারণ সন্ধ্যাতেই আমাকে উজবেকিস্তানে যেতে হচ্ছে। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হবে বলে আশা রাখ

Comments