তত্ত্বাবধায়ক তাদের থিউরি নিয়ে ডুবে গেছে। ওই থিউরি নিয়ে আমরা ডুবতে চাই না
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘তত্ত্বাবধায়ক তাদের থিউরি নিয়ে ডুবে গেছে। ওই থিউরি নিয়ে আমরা ডুবতে চাই না।’
শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘অনেকে অনেক কথা বলেন। এ সম্ভাবনা, ও সম্ভাবনা। অতো সম্ভাবনার অতো থিউরি দিয়ে লাভ নেই। একটা থিউরিই বুঝি- জনগণকে পেট ভরে ভাত খাওয়াতে হবে, গৃহহারা মানুষের গৃহের ব্যবস্থা করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’
কারো নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘যাদের থিউরি আকাশে বাতাসে পত্রিকায় সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের থিউরি আমরা জানি। তত্ত্বাবধায়ক তাদের থিউরি নিয়ে ডুবে গেছে। ওই থিউরি নিয়ে আমরা ডুবতে চাই না।’
বিভিন্ন ক্ষেত্রে সরকারের লক্ষ্য পূরণ হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পারি, আমরা পারব। যে কোনো অবস্থা মোকাবেলা করে এগিয়ে যাওয়া- এটা কেবল বাঙালিরাই পারে।’কর্মসংস্থান সৃষ্টির ফলে দ্রব্যমূল্য কমেছে দাবি করে তিনি বলেন, ‘তার সরকারের দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনায় মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ এ নেমে এসেছে। এর ফলাফল সাধারণ মানুষ পাচ্ছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ পাচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘এতিমের টাকা মেরে খেয়ে এখন ধরা পড়ার ভয়ে আদালত থেকে উনি (খালেদা জিয়া) পালিয়ে বেড়ান। যদি তার সৎসাহসই থাকতো তবে এভাবে পালিয়ে বেড়াতেন না, আদালতে গিয়ে মামলা মোকাবেলা করতেন।’
শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘অনেকে অনেক কথা বলেন। এ সম্ভাবনা, ও সম্ভাবনা। অতো সম্ভাবনার অতো থিউরি দিয়ে লাভ নেই। একটা থিউরিই বুঝি- জনগণকে পেট ভরে ভাত খাওয়াতে হবে, গৃহহারা মানুষের গৃহের ব্যবস্থা করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’
কারো নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘যাদের থিউরি আকাশে বাতাসে পত্রিকায় সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের থিউরি আমরা জানি। তত্ত্বাবধায়ক তাদের থিউরি নিয়ে ডুবে গেছে। ওই থিউরি নিয়ে আমরা ডুবতে চাই না।’
বিভিন্ন ক্ষেত্রে সরকারের লক্ষ্য পূরণ হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পারি, আমরা পারব। যে কোনো অবস্থা মোকাবেলা করে এগিয়ে যাওয়া- এটা কেবল বাঙালিরাই পারে।’কর্মসংস্থান সৃষ্টির ফলে দ্রব্যমূল্য কমেছে দাবি করে তিনি বলেন, ‘তার সরকারের দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনায় মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ এ নেমে এসেছে। এর ফলাফল সাধারণ মানুষ পাচ্ছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ পাচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘এতিমের টাকা মেরে খেয়ে এখন ধরা পড়ার ভয়ে আদালত থেকে উনি (খালেদা জিয়া) পালিয়ে বেড়ান। যদি তার সৎসাহসই থাকতো তবে এভাবে পালিয়ে বেড়াতেন না, আদালতে গিয়ে মামলা মোকাবেলা করতেন।’
Comments
Post a Comment