খালেদা-নিশার আধাঘণ্টার একান্ত বৈঠক নিয়ে কৌতুহল

সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচন এবং সরকারের অগণতান্ত্রিক আচরণ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রায় সোয়া এক ঘন্টার বৈঠকে এ সব তথ্য-উপাত্ত দেন বিএনপি নেত্রী।
বৈঠক সূত্র জানায়, কয়েকজন দলীয় নেতাকে সঙ্গে রেখে বৈঠক শুরু হলেও পরে আধাঘন্টারও বেশি সময় খালেদা জিয়া-নিশা দেশাইয়ের মধ্যে একান্ত বৈঠক হয়।
নিশা দেশাইর কাছে দেয়া তথ্য-উপাত্তের মধ্যে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের চিত্র ছাড়াও নির্বাচনের পর সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ফিরিস্তিও রয়েছে।
সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক আচরণ, বিএনপিকে সভা সমাবেশের অনুমতি না দেওয়া, সম্প্রচার নীতিমালার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তেক্ষেপ, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের মাধ্যমে সরকারের হাতে নেয়ার বিষয়গুলো রয়েছে ওই নথিপত্রে মধ্যে

Comments