পরবর্তী চার মাস বাংলাদেশের জন্য ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির আশঙ্কা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি শামীম ওসমান।


নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার ১৩৯ জনের স্মরণসভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। বক্তাবলী লক্ষ্মীনগর সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণসভার আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, ‘আমার কাছে খবর আছে, আগামী ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে কোনো সময়ে একাত্তরের পরাজিত সেই শক্তিরা আবারো সারা দেশে হানা দিয়ে অরাজকতা সৃষ্টি করতে পারে। তার জন্য আমাদের চোখ-কান খোলা রাখতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনের ৮ মাস পরে আজ আমি বক্তাবলীতে এসেছি। এতদিন বক্তাবলীতে না আসার অনেক কারণ রয়েছে। আমি এমপি হওয়ার পর ত্বকী হত্যাসহ নানা ধরনের ঝামেলার মধ্যে সময় পার করতে হয়েছে।’
প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘নারায়ণগঞ্জের কিছু সুশীল আর কুশীল নানা ধরনের ষড়যন্ত্র করে আমাদের উন্নয়ন কাজকে ব্যাঘাত করার চেষ্টা করছে। আমি নারায়ণগঞ্জকে সুন্দর করে সাজাতে চাই।’
নিজের নামের আগে ‘গডফাদার’ উপাধি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই উপাধি দেয়ার কারণে মন্ত্রণালয়ে অনেকেই আমাকে সমীহ করেন। আমিও সেখানে ভাব ধরে থাকি। এতে করে দ্রুত কাজ বাগিয়ে আনা যায়। এই উপাধিতে আমার কোনো সমস্যা নেই।

Comments