ইসলাম ধ্বংসের চক্রান্তকারীরাই দেশকে অস্থিতিশীল করতে দুর্নীতি ও জঙ্গি এবং সন্ত্রাসবাদ সৃষ্টি করছে।
লাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, মুসলিম উম্মাহর সামগ্রিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার স্বার্থে মসজিদ কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। তিনি বলেন, গোটা দেশ খুন, গুম, সন্ত্রাস, দুর্নীতি, অপরাধ ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কায়েমী স্বার্থবাদীদের দুনিয়াপ্রীতি ও ক্ষমতার দ্বন্দ্বে দেশ রসাতলে যাচ্ছে। ইসলাম ধ্বংসের চক্রান্তকারীরাই দেশকে অস্থিতিশীল করতে দুর্নীতি ও জঙ্গি এবং সন্ত্রাসবাদ সৃষ্টি করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মুসল্লিদের সচেতনতা সৃষ্টি করতে হবে। গতকাল মসজিদ মিশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক ইমাম-ওলামা সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুর রশীদ নূরীর সভাপতিত্বে ও মুফতি মাওলানা ইসহাকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মফজল আহমদ শরীফি, মুফতি মাওলানা আলমগীর, মুফতি মাওলানা আবু হানিফা মো. নোমান, মাওলানা মিয়া মো. হোসাইন শরীফ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা কাজী ওসমান গণি, মাওলানা মনছুর আলম কুতুবী, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা মো. আলী প্রমুখ। সম্মেলনে মাওলানা মামুনুর রশীদ নূরীকে সভাপতি ও মুফতি মাওলানা মুহাম্মদ ইসহাককে সেক্রেটারি পুনঃনির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়।
Comments
Post a Comment