তাফসিরুল কুরআন মাহফিল পুলিশ ও সরকারি দলের বাধায় পণ্ড হয়ে গেছে

শিল্পাঞ্চল আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় মাদবরবাড়ী মসজিদ কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল পুলিশ ও সরকারি দলের বাধায় পণ্ড হয়ে গেছে।

এ ব্যাপারে মাহফিল এন্তেজামিয়া কমিটি ও মসজিদ কমিটির সদস্যরা জানান, ওই মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা তারিক মনোয়ার বক্তব্য রাখার কথা ছিল। মাহফিলে প্রধান অতিথি থাকার কথা ছিল ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: এনামুর রহমান এনামের। বেশ কিছুদিন যাবৎ মাহফিলের জোড়াল প্রচারণাও চলে। ওই দিন বিকেলে আওয়ামী লীগের সাভার উপজেলা সাধারণ সম্পাদক আলী হায়দার তার লোক পাঠিয়ে মাহফিলটি বন্ধ রাখার নির্দেশ দেন। সন্ধ্যার আগে হাজার হাজার জনতা মাহফিল শোনার জন্য হাজির হন। ঘটনাস্থলে সন্ধ্যা সাড়ে ৫টায় থানা পুলিশ উপস্থিত জনতাকে পাঁচ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে চলে যাওয়ার নির্দেশ দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়লে সাধারণ মুসুল্লিরা মাহফিল প্যান্ডেল ত্যাগ করেন। পুলিশি বাধায় মাহফিল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, তাফসির মাহফিল বন্ধের নির্দেশদাতা সরকারদলীয় লোক ও পুলিশ। এরা ধর্মীয় প্রচারণায় বাধা দেয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

Comments