নিরাপত্তা বাহিনী জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার যেমন নিশ্চিত করা উচিত, তেমনি সব পক্ষের নেতাদের উচিত তাদের কর্মীরা যাতে বাড়াবাড়ি না করে তা নিশ্চিত করা।

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির বাংলাদেশ অংশের গবেষক আব্বাস ফয়েজ এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশকে অবশ্যই মতিউর রহমান নিজামী এবং অন্য সবার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডাদেশ রদ করতে হবে।’
মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত নৃশংস, অমানবিক ও অমর্যাদাসূচক শাস্তি, এটা কখনো ন্যায়বিচারের ব্যবস্থা করতে পারে না বলেও জানানো হয়।
অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, ‘স্বাধীনতা যুদ্ধকালে করা অপরাধ ভয়ঙ্কর এবং এর নির্যাতিতরা অবশ্যই ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন। কিন্তু মৃত্যুদণ্ড কেবল সহিংসতার চক্র স্থায়িত্ব করে।’
বিবৃতিতে আরো বলা হয়, আইসিটির দেয়া রায় প্রধানত জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্তদের লক্ষ্য করা হয়েছে। আর যাদের বিচার করা হচ্ছে, তারা নিজেদের অন্যায়ের মুখে দেখছেন।
আইসিটি বাংলাদেশে ন্যায়বিচার ও সমন্বয়ের অপূর্ব সুযোগ পেয়েছিল। কিন্তু বিচার নিরপেক্ষ হচ্ছে না মর্মে আসামিপক্ষের অব্যাহত দাবির প্রেক্ষাপটে এটা কেবল বিপরীত ক্রিয়াই সৃষ্টি করছে এবং অসন্তোষ বাড়াচ্ছে বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর উল্লেখ করে আব্বাস ফয়েজ বলেন, রাজপথে যে কোনো বিক্ষোভ সহিংসতা বিস্ফোরিত হওয়ার প্রকৃত ঝুঁকি সৃষ্টি করে। নিরাপত্তা বাহিনী জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার যেমন নিশ্চিত করা উচিত, তেমনি সব পক্ষের নেতাদের উচিত তাদের কর্মীরা যাতে বাড়াবাড়ি না করে তা নিশ্চিত করা।
উল্লেখ্য, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালের ভূমিকার কারণে মাওলানা নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

Comments