মতিউর রহমান নিজামীর মৃত্যুদ-ের রায়ে আন্তর্জাতিক আইনের লংঘন হয়েছে দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী ও লবিস্ট টবি ক্যা ডম্যান।



একই সঙ্গে ট্রাইব্যুনালের দেওয়া সব রায় স্থগিতেরও দাবি তুলেছেন তিনি।
এ বিষয়ে পদক্ষেপ চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এবং বিশেষ দূতদের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের বিদেশি আইনজীবী ক্যাডম্যান।
ব্যারিস্টার আবু বকর মোল্লা এবং ‘সেইভ বাংলাদেশ’ নামের একটি সংগঠনের সমন্বয়ক নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
একাত্তরে হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার আটটি ঘটনায় জামায়াতে ইসলামীর আমির নিজামীকে দোষী সাব্যস্ত করে এর চারটির জন্য তাকে মৃত্যুদ- দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য চারটিতে তাকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে।
বুধবার এই রায় ঘোষণার পর সারা দেশে তিন দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী, যার প্রথম দিন গেছে বৃহস্পতিবার। আগামী রবি ও সোমবারও তাদের হরতালের ঘোষণা রয়েছে।

Comments