জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর রায় বিপক্ষে গেলে আগামী বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা হরতাল দেবে জামায়াত
বৃহস্পতিবার দুপুরে দলের নীতিনির্ধারণী ফোরামের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
আগামী রবিবার মীর কাশেম আলীর রায় নিজেদের পক্ষে না গেলে ওই দিনই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের ঘোষণা দেবে জামায়াত।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির মজলিসে সূরার এক সদস্য জানান, মীর কাশেম আলীর রায় বিপক্ষে গেলেই বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা আসতে পারে।
দলটির চিন্তা ছিল ৭২ ঘণ্টা হরতাল ডাকার। কিন্তু আগামী মঙ্গলবার পবিত্র আশুরা থাকার কারণে সেদিন হরতাল না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী
Comments
Post a Comment