জামায়াতে ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় এবং দলটির ডাকা হরতাল ঘিরে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রায় ঘোষণার আগের দিন মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এ গ্রেপ্তার অভিযান চালানো হয়। এ সময় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দিবাগত রাতে রাজশাহীতে অভিযান চালিয়ে মহানগর জামায়াতের আমির আতাউর রহমানসহ জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এছাড়া পাবনায় ৫৮জন, ব্রাক্ষ্মণবাড়িয়ায় ১৫জন, রংপুরে ১৫জন, লক্ষ্মীপুরে ১০জন, মানিকগঞ্জে ৮জন, খুলনায় ২৬জন, বগুড়ায় ১৫জন, সাভার ও আশুলিয়ায় ৫জন এবং জয়পুরহাট থেকে অন্তত ১০ নেতাকর্মীকে আটক করা হয়।
এদিকে, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের মধ্যে দিয়ে দেশজুড়ে জামায়াতের ডাকা তিন দিনের হরতালের প্রথম দিন শুরু হয়েছে। কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বগুড়া
বগুড়ায় জামায়াত-শিবির নেতাকর্মীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে হরতাল শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে রিকশা, মোটরসাইকেল চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা
মহানগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা। হরতালের কারণে খুলনায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো যান। তবে রিকশা, বেবি ট্যাক্সি ও ইজিবাইক চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নগরীতে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া বিজিবি ও র্যা ব সদস্যদের টহলো জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম
চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে প্রথম দিনের হরতাল। এ পর্যন্ত নগরীর কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৭টায় নগরীর খুলশীতে হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখা। মিছিল শেষে একজনকে আটক করে খুলশী থানা পুলিশ।
Comments
Post a Comment