‘জামায়াত নির্জীব হয়ে যাচ্ছে। একটা একটা করে ফাঁসি হবে আর আরো নির্জীব হবে জামায়াত।’
ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘জামায়াত নির্জীব হয়ে যাচ্ছে। একটা একটা করে ফাঁসি হবে আর আরো নির্জীব হবে জামায়াত।’
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় তিনি এমন মন্তব্য করেন।
বিএনপিকে ‘মাজাভাঙা দল’ আখ্যায়িত করে মায়া বলেন, ‘ঢাকা যার ক্ষমতা তার, এটা কিন্তু বুঝতে হবে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে তারা (বিএনপি) কিন্তু ঢাকা দখল করতে পারে নাই। আর তারা তো এখন মাজাভাঙা দল হয়েছে, মাজায় জোর নাই।’
তিনি বলেন, ‘জামায়াতও নির্জীব হয়ে যাচ্ছে। একটা একটা করে ফাঁসি হবে আর আরো নির্জীব হবে। তবে এদের কিন্তু দুই–একটা সন্ত্রাসী আছে। এদের চিরতরে ধ্বংস করতে হবে।’
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় তিনি এমন মন্তব্য করেন।
বিএনপিকে ‘মাজাভাঙা দল’ আখ্যায়িত করে মায়া বলেন, ‘ঢাকা যার ক্ষমতা তার, এটা কিন্তু বুঝতে হবে। ৫ জানুয়ারির নির্বাচনের আগে তারা (বিএনপি) কিন্তু ঢাকা দখল করতে পারে নাই। আর তারা তো এখন মাজাভাঙা দল হয়েছে, মাজায় জোর নাই।’
তিনি বলেন, ‘জামায়াতও নির্জীব হয়ে যাচ্ছে। একটা একটা করে ফাঁসি হবে আর আরো নির্জীব হবে। তবে এদের কিন্তু দুই–একটা সন্ত্রাসী আছে। এদের চিরতরে ধ্বংস করতে হবে।’
Comments
Post a Comment