Skip to main content
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ এমন ঘটনা দেখা যায় দীর্ঘ ৯০ বছর আগে। ১৯২৪-২৫’র মওসুমে ইংল্যান্ডের হার্বার্ট সাটলিফ অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন সেঞ্চুরি হাঁকান।
তার বয়স ৩৬ বছর। কিন্তু তাকে দৌড়ে চার নিতে দেখা গেল আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন। আর ম্যাচের তৃতীয় দিন ব্যাট হাতে দুর্বার নৈপুণ্যে ব্যক্তিগত একাধিক রেকর্ডে নাম তুললেন ইউনুস খান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি হাঁকালেন এ পাকিস্তানি টপঅর্ডার ব্যাটসম্যান। গতকাল উইকেট দেয়ার আগে ইউনুসের নামের পাশে জ্বলজ্বল করছিল ২১৩ রান। এতে পাকিস্তানের ব্যাট হাতে টেস্টে আট হাজার রান পূর্ণ হয় ইউনুস খানের। পাকিস্তানের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত আট হাজার রানের মাত্র তৃতীয় নজির এটি। এর আগে এমন কৃতিত্ব রয়েছে কেবল দুই লিজেন্ডারি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ ও ইনজামাম-উল হকের। চলতি সিরিজের প্রথম টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান ইউনুস খান। আর গতকাল তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। এর আগে ১৯৯ ও ১৯৪ রানে দুইবার দ্বিশতক হাতছাড়া হয় ইউনুসের। তবে ৯৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ট্রিপল সেঞ্চুরিরও স্বাদ নিয়েছেন ইউনুস খান। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে করাচি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইউনুস খান হাঁকান ৩১৩ রান। পাকিস্তান দলে ব্যক্তিগত ১৫০ রানের রেকর্ডেও দ্বিতীয় স্থানে ইউনুস খানের নাম। জাভেদ মিয়াঁদাদের ১০ নজিরের পেছনে ইউনুসের এমন কৃতিত্ব ৯ বার। গতকাল পাকিস্তানের রানের জুটির রেকর্ডেও আলো ছড়ালেন ইউনুস খান। পাকিস্তানের চতুর্থ উইকেটে মিসবাহ-উল হকের সঙ্গে ১৮১ রানের জুটি গড়ে তোলেন তিনি। এটি পাকিস্তানের টেস্ট ক্রিকেটে ইউনুস-মিসবাহর ১১তম শতরানের জুটি। এতে ইনজামাম-উল হক ও মোহাম্মদ ইউসুফের ১০ শতরানের জুটির রেকর্ড টপকে গেলেন ইউনুস-মিসবাহ। দেড়শ’ বছরের টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত টানা তিন সেঞ্চুরি দেখা গেছে মাত্র ৬ বার। এর চারবারের কৃতিত্বটা অসি ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ এমন ঘটনা দেখা যায় দীর্ঘ ৯০ বছর আগে। ১৯২৪-২৫’র মওসুমে ইংল্যান্ডের হার্বার্ট সাটলিফ অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন সেঞ্চুরি হাঁকান।পাকিস্তানের সর্বাধিক টেস্ট রানব্যাটসম্যান মওসুম ম্যাচ রান গড় ১০০/৫০জাভেদ মিয়াঁদাদ ১৯৭৬-১৯৯৩ ১২৪ ৮৮৩২ ৫২.৫৭ ২৩/৪৩ইনজামাম-উল হক ১৯৯২-২০০৭ ১১৯ ৮৮২৯ ৫০.১৬ ২৫/৪৬ইউনুস খান ২০০০-২০১৪ ৯৩ ৮০২৪ ৫৩.৮৫ ২৭/২৮মোহাম্মদ ইউসুফ ১৯৯৮-২০১০ ৯০ ৭৫৩০ ৫২.২৯ ২৪/৩৩সেলিম মালিক ১৯৮২-১৯৯৯ ১০৩ ৫৭৬৮ ৪৩.৬৯ ১৫/২৯পাকিস্তানের শতরানের জুটিজুটি ইনিংস রান গড় ১০০মিসবাহ-ইউনুস খান ৩৪ ২১০২ ৭০.০৬ ১১ইনজামাম-ইউসুফ ৫৭ ৩০৩১ ৫৬.৮৪ ১০মিয়াঁদাদ-মুদাস্সর নজর ২৮ ২১১৭ ৭৫.৬০ ১০ইউসুফ-ইউনুস ৪২ ৩১৩৭ ৭৮.৪২ ৯মিয়াঁদাদ-শোয়েব মো. ২৩ ২১১২ ৯১.৮২ ৮
Comments
Post a Comment