‘আমি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত নই। আমি যা বলেছি তা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তারপরও আমার মন্তব্যের কারণে যদি কেউ মানসিকভাবে আহত হয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত।’

তারেকের নির্দেশে আযমের জানাজা বর্জন বিএনপির- একটি অখ্যাত অনলাইনের এমন প্রতিবেদনকে ‘কল্পনাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসকে ফোন করে তারেক রহমান একথা বলেন।তিনি বলেন, ‘এ রিপোর্ট কল্পনাপ্রসূত। আমি কাউকে এ ধরনের কোনো কথা বলেনি, বা নির্দেশ দেইনি।’
ফোন আলাপের সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কবি আবদুল হাই শিকদার উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে একটি অনলাইন পত্রিকার ওই নিউজের স্ন্যাপশট নিজের ফেসবুক পেজে শেয়ার করে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (সাবেক) আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, ‘কেউ এ সংবাদটি নিশ্চিত করতে পারবেন?’
স্ট্যাটাসে তিনি আরো বলেন, ‘অধ্যাপক গোলাম আযমের মৃত্যুতে পুরো বিশ্ব শোক প্রকাশ করলেও বিএনপির নীরবতায় পুরো জাতি হতাশ। আমি জানি না কেন!’
আযমী বলেন, ‘আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে, জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি কখনোই সরকার গঠন করতে পারতো না। দুঃখের বিষয়, এই দলের প্রতিষ্ঠাতা আমির এবং আমৃত্যু আধ্যাত্মিক গুরুর মৃত্যুতে তাদের নীরবতা ছিল একেবারেই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য!’
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি লিখেন, ‘জামায়াতের সমর্থন ছাড়া তারা কখনো ক্ষমতায় যেতে পারবে না- এটা মাথায় রাখলে বিএনপি ভালো করবে। এটা আমার প্রকাশ্য চ্যালেঞ্জ। তারা কতটা অকৃতজ্ঞ হতে পারে!!!’
অবশ্য বৃহস্পতিবার রাতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তরের টকশোতে অংশ নিয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের জন্য দুঃখ প্রকাশ করেছেন আযমী। পরে তার সঙ্গে যোগাযোগ করা হলে দুঃখ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আযমী বলেন, ‘আমি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত নই। আমি যা বলেছি তা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তারপরও আমার মন্তব্যের কারণে যদি কেউ মানসিকভাবে আহত হয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত।’
অধ্যাপক গোলাম আযম যে যুদ্ধাপরাধী ছিলেন না ইতিহাস একদিন তা প্রমাণ করবে বলেও দাবি করেন তিনি।

Comments