বিএসইসি ভবনের ১১ তলায় অবস্থিত আমার দেশ পত্রিকা অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিসে রহস্যজনক অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “বিএসইসি ভবনের ১১ তলায় অবস্থিত আমার দেশ পত্রিকা অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিসে রহস্যজনক অগ্নিকাণ্ডে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই অগ্নিকাণ্ডে আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
এই অগ্নিকাণ্ডের পিছনে কোন রহস্য আছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
সরকার এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে অগ্নিকান্ডের রহস্য উদঘাটন করবে এবং রহস্যজনক অগ্নিকান্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাবিহীত ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
Comments
Post a Comment