আইএসআইএলের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য সেনা পাঠাতে ভয় পাচ্ছেন ওবামা
মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্রাইডেনস্টাইন বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে স্থল যুদ্ধের জন্য সেনা পাঠাতে ভয় পাচ্ছেন ওবামা। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট ওবামা সিরিয়ায় আইএসআইএলের বিরুদ্ধে সেনা না পাঠিয়ে তথাকথিত মধ্যপন্থী জঙ্গিদেরকে অস্ত্র ও প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন,‘আইএসআইএল যদি আমাদের জন্য হুমকি হয়ে থাকে, তাহলে তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে। আর যদি হুমকি না হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা। তিনি আইএসআইএলের হুমকি মোকাবিলায় ওবামাকে কঠোর হওয়ার আহ্বান জানান।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক ও সিরিয়ায় আইএসআইএলের অবস্থানে বিমান হামলা চালালেও স্থল যুদ্ধে জড়ানোর আশঙ্কা নাকচ করে দিয়েছেন। ইরাক ও সিরিয়ার সরকারও বলেছে, যুক্তরাষ্ট্রকে স্থল অভিযানের অনুমতি দেয়া হবে না। ওয়েবসাইট। -
Comments
Post a Comment