এমন স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করার পরেও লতিফ সিদ্দিকীর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি
ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অপসারণের নাটক সাজিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০দলীয় জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, এমন স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করার পরেও লতিফ সিদ্দিকীর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার অপসারণের বিষয়ে কেবিনেট সচিব কিছু জানেন না। ‘অবৈধ’ সরকার জনরোষ থেকে কৌশলে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। অপসারণের নাটক সাজিয়ে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে অপসারণপূর্বক গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান মির্জা ফখরুল। এর আগে গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০দলীয় জোটের বৈঠকে লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মির্জা ফখরুল বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ঈদের পর কর্মসূচী দেয়া হবে। তবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন যেসব কর্মসূচী পালন করছে এতে ২০দলীয় জোটের সমর্থনের কথা জানান তিনি।
Comments
Post a Comment