ভারত সব সময় আমাদের ভাইবোন হিসেবে দেখে। ভারতের সঙ্গে আমরা ব্যবসা-বাণিজ্য করতে পারি। চায়নার সাথে আমরা কেন ব্যবসায় যাব
‘ভারত আমাদের বড় ভাই, আমরা বাংলাদেশীরা তার ছোট ভাই। ভারতকে আমরা বড় ভাই হিসেবে আজীবন শ্রদ্ধা ও সম্মান করব। ভারত আমাদের ছোট ভাই হিসেবে দেখবে। আমরা যেন ছোট ভাই হিসেবে স্নেহ পাই।’ এ মন্তব্য করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন উর রশিদ।
গতকাল সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ভারতীয় মেন মেড টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্সপো বাংলাদেশ ২০১৪’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন তিনি।
প্রায় সাড়ে তিন মিনিটের বক্তব্যে মো. হারুন উর রশিদ আর বলেন, ‘ভারতের মানুষ ও আমরা দেখতে এক রকম। কী রকম, ভারতের এবং বাংলাদেশের মানুষকে আলস্নাহ তাআলা এমনভাবে বানাইছেন, আমাদের চেহারা এক, একই মন। দুজন ভারতীয় এবং দুজন বাংলাদেশী এক জায়গায় বসা থাকলে কেউ বলতে পারবে না, এটা ভারতীয় এটা বাংলাদেশী। একই মায়ের সন্তান মনে হবে।’
তিনি আরও বলেন, ‘ভারত সব সময় আমাদের ভাইবোন হিসেবে দেখে। ভারতের সঙ্গে আমরা ব্যবসা-বাণিজ্য করতে পারি। চায়নার সাথে আমরা কেন ব্যবসায় যাব। আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত।’
গতকাল সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী ভারতীয় মেন মেড টেক্সটাইল প্রদর্শনী ‘ইনটেক্সপো বাংলাদেশ ২০১৪’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষে অতিথি ছিলেন তিনি।
প্রায় সাড়ে তিন মিনিটের বক্তব্যে মো. হারুন উর রশিদ আর বলেন, ‘ভারতের মানুষ ও আমরা দেখতে এক রকম। কী রকম, ভারতের এবং বাংলাদেশের মানুষকে আলস্নাহ তাআলা এমনভাবে বানাইছেন, আমাদের চেহারা এক, একই মন। দুজন ভারতীয় এবং দুজন বাংলাদেশী এক জায়গায় বসা থাকলে কেউ বলতে পারবে না, এটা ভারতীয় এটা বাংলাদেশী। একই মায়ের সন্তান মনে হবে।’
তিনি আরও বলেন, ‘ভারত সব সময় আমাদের ভাইবোন হিসেবে দেখে। ভারতের সঙ্গে আমরা ব্যবসা-বাণিজ্য করতে পারি। চায়নার সাথে আমরা কেন ব্যবসায় যাব। আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত।’
Comments
Post a Comment